সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাপে’র কা’টা মাথা’র কা’ম’ড়ে’ই মৃ’ত্যু হ’লো এক চী’না রাঁধুনি’র! হ’ত’বা’ক নে’ট দু’নি’য়া

সাপের কাটা মাথার কামড়েই মৃত্যু হলো এক চীনা রাঁধুনির! হতবাক নেট দুনিয়া

চীনারা সব খায়। সাপ, ব্যাঙ, ইঁদুর, বাদুড়, মাকড়সা, টিকটিকি, গিরগিটি এমনকি পোকামাকড়ও বাদ দেয় না তারা। চীনের বুহান মার্কেট সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় পশু মাংসের বাজার। এই বাজার থেকেই করোনা ছড়িয়ে পড়েছিল বলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল সারা বিশ্বজুড়ে। এবার ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলো চীন। নেপথ্যে সেই চীনের অদ্ভুত খাদ্যাভ্যাস! যে কারণে প্রাণ হারাতে হলো এক রাঁধুনিকে।

চীনের একটি রেস্টুরেন্টে এক গ্রাহকের চাহিদা অনুসারে বিষধর কোবরা সাপের মাংসের পদ বানাতে যাচ্ছিলেন তিনি। সেই সাপটিকে কেটে টুকরো টুকরো করেও ফেলেছিলেন তিনি। তবে সাপের কাটা মাথার কামড়েই শেষমেষ মৃত্যু হলো তার! চিনের গুয়াংডং প্রান্ত থেকে এমনই মর্মান্তিক খবর মিলেছে। যতদূর জানা যাচ্ছে, সাপটিকে মেরে ফেলারও ২০ মিনিট পরে সাপের মাথাটিকে ফেলতে যান তিনি। কিন্তু ততক্ষণ পর্যন্ত জীবিত ছিল সাপটি।

সাপের কাটা মাথায় যে ক্ষীণ প্রানটুকু ছিল, তাই দিয়েই সে কামড় বসিয়ে দেয় রাঁধুনির হাতে। যার ফলে মৃত্যু হয় ওই রাঁধুনির। দক্ষিণ চিনের গুয়াংডং প্রান্তের এই ঘটনায় চিনা রাঁধুনি পেং ফানের এভাবেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসচেতনতাবশত মৃত্যু হয়েছে ওই রাঁধুনির, এমনটাই জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সাপের মৃত্যু হলেও কিছু সময় পর্যন্ত তার দেহে প্রাণ থেকে যায়।

ফান সেই সময়কালের মধ্যেই সাপের কাটা মাথাটি বাইরে ফেলতে যান। তখনই ঘটে যায় অঘটন। তবে সাপের কাটা মাথার কামড়ে রাঁধুনির মৃত্যুতে অবাক নেট মাধ্যম।