সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবিবারই কলকাতায় দ’প্ত’র খু’ল’তে চলেছে আম আদমি পার্টি

পাঞ্জাবের পর এবার তার লক্ষ্য কিন্তু পশ্চিমবঙ্গ, এখানে কোন সরকারের কথা বলা হচ্ছে সেটা হয়ত আন্দাজ করতেই পেরেছেন, এখানে কথা বলা হচ্ছে আম আদমী পার্টির কথা। তাদের ভাবনা হল্মধ্য কলকাতায় রাজ্যের দফতর খোলা। তবে সেটা সম্ভব হচ্ছে না, আর সেই কারণেই তারা এখন দক্ষিণ কলকাতায় স্থায়ী আপ রাজ্য দফতর খুলতে চাইছে, এখন সব কিছু ঠিক থাকলেই আগামীকাল রবিবার এই অফিস খোলা হবে বলে জানা যাচ্ছে।

এর দায়িত্বে রয়েছেন আপের কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু, এই বিষয় নিয়ে সঞ্জয় বসু জানিয়েছেন, আগামীকাল রবিবার যে রাজ্যে আপের দফতর উদ্বোধন হতে চলেছে সেটা তিনি স্বীকার করেছেন। এর জন্য তিনি আজ শনিবার কলকাতায় আসবেন। আমরা প্রথম জেলায় জেলায় শক্তি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অনেক দিন ধরেই ভালো একটা জায়গার খোজ চলছিল, কিন্তু এবার সেটা পাওয়া গেল। প্রথমে মধ্য কলকাতায় এই অফিস খোলার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব নাহলেও দক্ষিণ কলকাতায় এই অফিস খোলা হবে। রাজ্য দফতর না থাকলেও কিন্তু জেলায় জেলায় আপের দফতর রয়েছে যার মধ্যে কোচবিহার, দুর্গাপুর, মেদিনীপুর অন্যতম।

আরো পড়ুন: “আমার ডে’থ সার্টিফিকেট হা’রি’য়ে গিয়েছে”, সংবাদপত্রে আ’জ’ব বিজ্ঞাপন ব্যক্তির

কলকাতায় স্থায়ী দফতর হলেও তাদের নাকি লক্ষ্য এখন আলাদা। তাদের আগামী লক্ষ্য গুজরাট বিধানসভা। একটি একটি করে রাজ্যের দিকে নজর দেবে তারা।গুজরাটে তাদের জেতার জায়গা রয়েছে তাই তাদের পাখীর চোখ এখন গুজরাট। এখন কলকাতায় কবে আসবেন অরবিন্দ কেজরিওয়াল কলকাতায়? সেটার উত্তর জানা গেছে যে গুজরাটের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কেজরিওয়াল আসছে না বাংলায়, তবে আপের একটা স্থায়ী ঠিকানা যে বাংলায় গড়ে উঠলো সেটা সত্যি।