সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছুটা স্ব’স্তি’র খবর, চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই কয়টি জেলায়!

আপাতত কলকাতার সহ পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে চলছে গরমের দাপট। পয়েলা বৈশাখ হতে না হতেই গরমের দাপট আরো যেন উচ্চ শিখরে পৌঁছেছে। তবে পহেলা বৈশাখে কিছুক্ষণের জন্য আকাশ মেঘলা হতে দেখা গিয়েছিল বাঁকুড়া জেলায়। পূর্বাভাস ছিল যে সামান্য বৃষ্টিপাত হবে যদিও কোন ছিটেফোটায় বৃষ্টি হয়নি।

তবে এবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। চলতি সপ্তাহেই পাঁচটি জেলা ভিজতে চলছে বৃষ্টির দাপটে। আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহারের কিছু কিছু এলাকাতে হতে পারে বৃষ্টি।

সোমবার এই জেলায় সূর্যের দাবদাহ একদম অব্যাহত। তাপ প্রবাহ চলছে এবং তাপমাত্রা চলেছে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে যে আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ চলতে থাকবে এবং তাপমাত্রার প্রায় ছুঁয়ে যেতে পারে ৪৫ ডিগ্রির কাছাকাছি।

আরো খবর: “হাইব্রিড” সূর্যগ্রহণ বৃহস্পতিবার! কোথায় ও কখন দেখা যা’বে?

বাঁকুড়া জেলাতে এই তাপমাত্রা উঠতে পারে আরো বেশি। তাপপ্রবাহের ফলে গরম পড়েছে, অসহ্য গরমে পিচের রাস্তাগুলি যেন গরম হয়ে যাচ্ছে। এই বিষয়ে বাঁকুড়ার স্থানীয় অমলরাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,” বেলা বারোটা বাজতে না বাজতেই গরমের তান্ডব শুরু হচ্ছে। প্রাণ যেন একেবারে ওষ্ঠাগত।”

তবে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সারাদিন পশ্চিম থেকে পূর্বে ৮ কিলোমিটার বেগে প্রত্যেক ঘন্টায় বইতে পারে গরম হাওয়া। অন্যদিকে অতি বেগুনি রশ্মির পরিমাণ ও যথেষ্ট থাক।বে বাতাসে আদ্রতার পরিমাণ প্রায় ৩৮ শতাংশ, বাঁকুড়া জেলাতে আবহাওয়া যেরকম পরিস্থিতি হয়েছে তাতে দুপুর গড়াতে না গড়াতেই রাস্তাঘাটে চলাফেরা করা প্রচন্ড কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।