সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৎস্যজীবীর জালে উঠলো ১৬ ফুট ল’ম্বা “ওরফিশ”, এই মাছ না’কি সুনামির বা’র্তা দি’য়ে থাকে!

একদম মৎস্য জীবী সমুদ্রে মাছ ধরতে নেমেছিলেন কিন্তু জালে যে জিনিস আটকাল তা দেখে মানুষের চোখ কপালে উঠে গেল। শুধুমাত্র মৎস্যজীবীদের নয় চোখ কপালে উঠে গেল যে সমস্ত মানুষ এই অদ্ভুত জীব দেখল।

বিস্মিত হওয়ার পাশাপাশি ভীত হয়েছেন বহু মানুষ। কিন্তু কেন? আসলে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে ১৬ ফুট লম্বা অতিকায় চেহারা একটি মাছ যা দেখে আপনিও ভয় পেয়ে যাবেন।

ঘটনাটি ঘটেছে চিলিতে। জালে ধরা পড়ার পর দানব আকার ওই মাছটিকে একটি ক্রেনের সাহায্যে ডাঙ্গায় এনে রাখা হয়। ঘটনাটির ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই ১০ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। জানা গেছে মাছটি ওরফিস নামে পরিচিত। মাছটি ৫ মিটারের বেশি লম্বা।

আরো পড়ুন: বি’রা’ট জা’লি’য়া’তি, জী’বি’ত লোকের “ডে’থ সার্টিফিকেট” জ’মা করে চাকরি

তবে মাছের পরিচয় জানার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ স্থানীয় বিশেষ অনুযায়ী, এই মাছ সুনামি অথবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বয়ে আনে। সাধারণত গভীর সমুদ্রে থাকে এই মাছ।

কিন্তু সমুদ্রের উপরে এই মাছ উঠে আসার অন্যতম একটি কারণ হলো আগামী দিনে কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটতে চলেছে।সমুদ্রের তলায় থাকে যে প্লেট সেই প্লেট নড়াচড়া করার ফলে গভীর জলের মাছ অনেক সময় উপরের দিকে উঠে আসে।

তেমন কোন কারনে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এখনো বৈজ্ঞানিকরা এই ঘটনার সত্যতা স্বীকার করেননি।