সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধা’র ক’রা ডিজেল ফের শেষের প’থে, ফের কি ভারতের কাছে হাত পা’ত’বে শ্রীলঙ্কা?

বর্তমানে শ্রীলংকার মুদ্রাস্ফীতি নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আপনারা হয়তো সবাই এই নিয়ে অবগত। কিন্তু হয়তো আপনারা এটা জানেন না যে শ্রীলঙ্কা ভারতের থেকে ধার নেওয়া পেট্রোলেই দেশ চালাচ্ছে।

এই পেট্রোল-ডিজেলের অভাবে শ্রীলংকা এখন বিদ্যুৎ সংযোগ নেই বললেই চলে। কারণ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে অনেক কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র। তাই ১০-১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে শ্রীলঙ্কায়।

শুধু কি তাই? শ্রীলঙ্কায় এখন রান্নার গ্যাস থেকে শুরু করে ভোজ্যতেল চিনি ডাল চাল মোটকথা সাধারণ মানুষের দৈনন্দিন এর সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।

আরো পড়ুন: ফের কি চ’লে যা’চ্ছে গ’ন্ধ-স্বা’দ? XE ভ্যারিয়েন্ট-র ন’য়া উপসর্গ দে’খা দিলেই হয়ে যান স’ত’র্ক

১৯৪৮ সালের পর, এই ধরনের আর্থিক সংকট শ্রীলঙ্কায় এবার প্রথম। ইতিমধ্যেই বিক্ষোভ রাস্তায় নেমেছে মানুষ। যার কারণে অনেক মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছে।

তবে শ্রীলঙ্কা সরকারের দাবি এই ধরনের পরিস্থিতি কেবলমাত্র অতিমারির কারণে। আমরা সবাই জানি শ্রীলংকার প্রধান আয় পর্যটকদের দ্বারাই, যেটা একেবারেই বন্ধ ছিল করোনার কারণে।