সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯.৬ শতাংশ সুদ ফিক্সড ডিপোজিটে, তবে এখানে বিনিয়োগ করতে পারেন!

গোটা বিশ্ব জুড়ে চলছে আর্থিক মন্দা কিন্তু তার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভারত। অন্যান্য দেশের তুলনায় আর্থিক সংকটকে অনেকটাই কাটিয়ে উঠেছে ভারত বর্ষ। ২০২২ থেকে মোট ছয় বার রেপোরেট বাড়িয়ে দিয়েছে রেজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আর বি আই।

ফিক্স ডিপজিটে বিভিন্ন ব্যাংক তাদের সুদের হার অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বেশিরভাগ সরকারি বেসরকারি ব্যাংকে এখন তাদের ফিক্স ডিপোজিটে সর্বোচ্চ ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে। যদি কেউ আরো বেশি পরিমাণে সুখ পেতে চান তবে রিজার্ভ ব্যাংকের অধীন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে পারেন।

যেমন রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক যেখানে এক থেকে পাঁচ বছরের মধ্যে ২ কোটি টাকার কম অ্যামাউন্ট এর ফিক্স ডিপোজিটে সুদের হার ৪৯ থেকে বাড়িয়ে ১৬০ পয়েন্ট বেসিষ করা হয়েছে।

আরো খবর: TTE-রা আর ম’র্জি মতো ফাইন কা’ট’তে পারবে না! নয়া প্র’যু’ক্তি আনছে রেল

এই ব্যাংকের নতুন সুদের হার মে মাস থেকে কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে! শুক্রবার থেকে এই ব্যাংক পাঁচ বছরে স্থায়ী আমানতের উপর ৯.১০ শতাংশ হাড়ে সুদ দিচ্ছে।

প্রবিন নাগরিকরা আরও বেশি পরিমাণে সুখ পাবেন। স্মল ফাইন্যান্স ব্যাংক ৯৯৯ দিন এবং পাঁচ বছরের দুটি ফিক্সড ডিপোজিট স্কিমে ৯ শতাংশের বেশি পরিমাণে সুদ দিচ্ছে।

সাধারণ মানুষের জন্য ৮% থেকে ৯. ১০ শতাংশের মধ্যে থাকবে। আর বৃদ্ধদের জন্য এই সুদের হার থাকবে ৯.৬০ শতাংশ।