সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জিন্সের ভিতর সেলাই ক’রে রা’খা ৬৬ লক্ষ টা’কা’র সোনার “মলম”, কলকাতা এয়ারপোর্টে আ’ট’ক ৪

এখন পোশাকের ভিতর লুকিয়ে কিংবা গোপনাঙ্গে আটকে সোনা পাচার এখন অতীত। কাস্টমসের কর্মীরা হাতেনাতে ধরে ফেলছে পাচারকারীদের কায়দা-কানুন। তাই নিত্যনতুন পদ্ধতিতে সোনা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

এবার সোনা পাচারকারীরা শুল্ক দপ্তরের চোখে ধুলে দিতে ‘সোনার মলম’ তৈরি করে ফেলেছে। জিনসের ভিতরে সেলাই করা ৬৬ লক্ষ টাকার সোনার মলম। বাজারে যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা। শুল্ক দপ্তরের কর্মীরা বুধবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দ থেকে এই বিরাট অঙ্কের সোনা পাচার রুখে দিল।

দুজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, দুবাই থেকে দুই ব্যক্তি কলকাতায় আসে। তারা বিমানবন্দরে পৌঁছতেই  শুরু হয় তল্লাশি। ব্যাগে, শরীরে, পোশাকে সন্দেহজনক কিছুই মেলেনি। এমনকী, মেটাল ডিটেক্টরেও ধরা পড়ছিল না কিছু। তার পরই দিন কয়েক আগের হায়দরাবাদের বিমানবন্দরের কথা মাথায় আসে তল্লাশিকারী আধিকারিকদের।

এরপর দুই ব্যক্তির পরনের জিনস খোলানো হয়। তার পরই কোমরের যে অংশে সেলাই করা থাকে, তা কেটে ফেলেন আধিকারিকরা। তখনই বেরিয়ে আসে আসল সত্য। দেখা যায়, জিনসের ভিতর রয়েছে ১ কিলো ৬০০ গ্রামে সোনার মলম বা গোল্ড পেস্ট