সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোতে নতুন জামা কি’ন’তে ফুটপাতে শাক বি’ক্রি করতে শুরু করলো চতুর্থ শ্রেণীর ছাত্র

সামনে পুজো। পুজোর মরসুমে নতুন জামা কেনার আনন্দ তো ছোটদেরই। কিন্তু চতুর্থ শ্রেণীর ছাত্র ছোট্ট রাজদীপ জানেনা সে এবার পুজোতে নতুন জামা পরতে পারবে কিনা। কিন্তু আশা ছাড়েনি সে। তাইতো মাথায় করে কচুর শাক এবং অন্যান্য শাক সবজি নিয়ে রোজদিন বাজারে গিয়ে বসছে ওই সামান্য জিনিস বিক্রি করে পুজোর টাকা জোগাড় করবে বলে।

সংবাদমাধ্যমের কাছে ছোট্ট রাজদীপ জানিয়েছে, বাবা এবার পুজোর জামা কিনে দিতে পারেননি। এবার স্কুল বন্ধ থাকার কারণে স্কুল থেকেও নতুন জামা পাওয়া যায়নি। তাই সে বাজারে শাক বিক্রি করে সেই টাকা জমিয়ে নিজের পুজোর জামা কিনবে।

ধূপগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় তরফদারের বাড়িতে অভাব নিত্যসঙ্গী। ফুটপাতে চা বিক্রি করে সংসার চলে তার। সেই ভাবেই দুই ছেলেকে পড়িয়েছেন তিনি। তার বড় ছেলে সন্দীপ পড়ে ষষ্ঠ শ্রেণিতে এবং ছোট ছেলে রাজদীপ চতুর্থ শ্রেণিতে। অভাবের তাড়নাতে দুই ছেলেকে পুজোর জামা কিনে দিতে পারেননি তিনি।

ছোট ছেলে পুজোর জামা কেনার জন্য বাজারে বসছে শাক বিক্রি করতে। বড় ছেলে সন্দীপ এই পরিস্থিতিতে সংসারের দায়িত্ব সামলাতে বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করছে। সন্দীপ-রাজদীপের ঠাকুমা রেখা তরফদার জানালেন, দাদা সকালবেলা বাবার সঙ্গে চায়ের দোকানে কাজে চলে যায়। রাজদীপ নিজে বাড়িতে একা থাকতে চায় না। পুজোর নতুন জামা নেবে বলে এই বয়সেই সবজির ঝুড়ি মাথায় তুলে নিয়েছে এমন কত শত রাজদীপ।