সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটা করতে গি’য়ে ৪০ শতাংশ ভারতীয় প্র’তা’র’ণা’র শি’কা’র হয়েছেন

উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটা করার সময় প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪০ শতাংশ ভারতীয়। গবেষণাটি সাইবার নিরাপত্তায় বিশ্বব্যাপী নেতা নর্টনের পক্ষ থেকে দ্য হ্যারিস পোল দ্বারা পরিচালিত হয়েছে।

যেখানে বলা হয়েছে, অনলাইনে উৎসবের মরশুমে প্রতারণার শিকার হয়েছেন মানুষজন। সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় প্রাপ্তবয়স্কদের দুই-তৃতীয়াংশ তাঁদের ব্যক্তিগত তথ্যের সঙ্গে আপস করে। সেই সংখ্যা প্রায় ৭৮ শতাংশ।

অন্যদিকে, তৃতীয় পক্ষের খুচরো বিক্রেতার প্রতারণা করা নিয়ে চিন্তায় থাকে ৭৭ শতাংশ। পাশাপাশি উপহার হিসাবে কোনও ডিভাইস কেনা বা গ্রহণ করা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন ৭২ শতাংশ। আবার ৬৯ শতাংশ মানুষ এইভেবে চিন্তায় থাকেন যে তাঁর উপহার হয়তো হ্যাক হয়ে যাবে।

আরো পড়ুন: চীনের পিগ প্যালেস, শুধুমাত্র শুকরদের জন্যই বা’না’নো হ’লো ২৬ তলা ভবন!

এই সমীক্ষায় ৭৮ শতাংশ ভারতীয় প্রাপ্তবয়স্ক একমত হয়েছেন যে, উৎসবের সময়কালীন তাঁরা বেশি করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন থেকে সময় কাটিয়েছেন। তবে, এই অনলাইনই প্রতারণার মূল মাধ্যম হয়ে উঠেছে।