সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৫০ কোটির বে’শি নি’য়ো’গ দু’র্নী’তি’র অঙ্ক, আদালতে শান্তনুকে পে’শ করে দা’বি ED-র

নিয়োগ দুর্নীতি পাহাড়কেও হার মানাচ্ছে। একের পর এক নিয়োগ দুর্নীতিতে ভেসে যাচ্ছেন শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রীরা। শুরু হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। তারপর একে একে এই জালে ভেসে গিয়েছেন মানিক ভট্টাচার্য সুবিরেশ চ্যাটার্জী কল্যাণময় গঙ্গোপাধ্যায় অনুব্রত মণ্ডল কুন্তল ঘোষ। এছাড়া রাজ্যে চোখ রাখলে আরো এমন বহু নেতা-মন্ত্রীদের নাম পাওয়া যাবে।

দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জিকে আদালতে পেশ করে ইডি। একের পর এক বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। শান্তনু বন্দ্যোপাধ্যায় যে প্রভাবশালী তা আদালতে জানানো হয়। আদালতে আইনজীবী বলেন তদন্তের শুরুতে মনে করা হয়েছিল দুর্নীতির অংশ ১১১ কোটি টাকার মতো।

ধীরে ধীরে তা পৌঁছে যাচ্ছে একেবারে পর্বতের কাছে এখন ৩৫০ কোটির গণ্ডি পার করে গিয়েছে শান্তনু ব্যানার্জীর দুর্নীতি! সবেমাত্র ৩৫০ কোটি আগামীতে এই অংকটা আরো বাড়তে পারে বলেই জানাচ্ছে ইডি। আইনজীবী আদালতে আরো বলেন শান্তনুর যে দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো নাকি সোনার খনি।

আরো খবর: রাত গড়ালেই উচ্চ মাধ্যমিক, প্রথম দিন এক ঘন্টা আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁ’ছা’তে হবে

ওই মোবাইলেই রয়েছে নাকি, নানান রকম গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে পাওয়া গিয়েছে বেশ কয়েকজন ব্যক্তির এডমিট কার্ড যারা চাকরি পেয়েছেন। এমন কতজনকে শান্তনু চাকরি পাইয়ে দিয়েছেন এবং আর কার কার থেকে কত কোটি টাকা নিয়েছেন সেটাও বার করা হচ্ছে। আইনজীবী আরো বলেন চার্জশিটে যাদের নাম রয়েছে তা দেখলে রীতিমত অবাক হয়ে যাবে রাজ্যবাসী।

সান্তনুকে আদালতে রীতিমত প্রভাবশালী বলে দাবি করা হয় ইডির তরফে। শান্তনুর দুইজন নিরাপত্তা রক্ষী ছিলেন। ৬ লক্ষ টাকা বার্ষিক বেতনে কিভাবে তিনি কোটি কোটি টাকার মালিক হলেন তা জানতে চেয়েছেন আইনজীবী।

শুধু সান্তনু নয় তার স্ত্রীর নামে বেশ কয়েকটা কোম্পানি খোলা রয়েছে। কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত তার স্ত্রী। যদিও তার স্ত্রী প্রিয়াংকা বন্দ্যোপাধ্যায় ফেরার। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বলাগরের তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখ থেকে বেরিয়ে আসে এই শান্তনুর নাম। এখন সান্তনুর মুখ থেকে কার নাম বের হয় সেটাই দেখার।