সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৮ টি করে গাছ ভ্যানিশ হ’চ্ছে প্রতি সেকেন্ডে! ফ’ল হতে পারে ভ’য়’ঙ্ক’র

বিশ্বের সব থেকে বড় জঙ্গল এভাবে উধাও হয়ে যাচ্ছে নিঃশব্দে, সেটাও এত দ্রুট। আজ্ঞে হ্যা। জানা যাচ্ছে এমনটাই। মানুষ নিজের ক্ষতি কিন্তু নিজেই করে চলেছে। নয়ত বিশ্বের এত বড় বনের ক্ষতি কেউ করে।

প্রতি সেকেন্ডে নাকি ১৮ টি করে গাছ উধাও হয়ে যাচ্ছে। ভাবা যায়? বিশ্বের সব থেকে বড় ফরেস্ট ব্রাজিলের আমাজনের জঙ্গল। ইতিমধ্যেই নাকি জঙ্গলের ১৬,৫০৭ বর্গ কিমি জায়গা ফাঁকা হয়ে গেছে।

পৃথিবীর সব থেকে বেশী যে ফরেস্ট থেকে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে সেটাই হল অ্যামাজন ফরেস্ট। সমীক্ষায় ধরা পরছে ২০২০ সালে কিন্তু ১৩৭৮৯ বর্গ কিমি অঞ্চল ফাঁকা করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: এই বছরেই নতুন করে মহা’বি’প’র্য’য় নেমে আসবে বিশ্ব জু’ড়ে! নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী নিয়ে চি’ন্তা

বিশ্বের সব থেকে বড় বৃষ্টিচ্ছায় অঞ্চলের গাছ কাটা চলছে দেদারে। মানুষ সাময়িক সুখ উপভোগ করার জন্য আগামী দিনের কথা আগামী প্রজন্মের কথা একেবারেই ভুলে গিয়েছে।

এই বন পরিষ্কার করে নাকি চলছে কৃষি জমি তৈরীর কাজ, স্থানীয়রা এই কাজ দেদারে করে চলেছে। তাছাড়া খনিজ সম্পদ খোজার কাজও চলছে। এই সমস্ত কিছু চলছে চোরা পথে।

গত তিন বছরের যে রিপোর্ট সেই হিসেবে দেখা যাচ্ছে ৪২ হাজার বর্গ কিমি অঞ্চল গাছ সাফ করে কেটে নেওয়া হয়েছে। এই ভাবে অবাধে বন ধ্বংসের কাজ হয়ে চলেছে অনবরত, যা মানুষের ক্ষতি আমাদের পরিবেশের ক্ষতি।

পরিবেসধ বিদেরা জানাচ্ছে, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো এখনও নীরব দর্শক। তাহলে কি তিনিই এই গাছ কাটার ব্যাপারে মদত জোগাচ্ছেন? এটাই এখন একাংশের মত।