সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো ১৫৭ জনের চাকরি গেল “অযোগ্য” শিক্ষকদের, এবার তালিকায় কারা কারা?

একের পর এক চাকরিচ্যুত হচ্ছেন ভুয়ো চাকরিরতরা। প্রথমেই শুরু হয়েছিল গ্রুপ ডি থেকে তারপর নবম দশম শিক্ষক নিয়োগ। প্রথমে ৬১৮ জন তারপর আরও ১৫৭ জনের চাকরি অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এই অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

যে শিক্ষক-শিক্ষিকারা কম নম্বর পেয়ে অথবা পরীক্ষা না দিয়েই চাকরি পেয়ে গিয়েছেন তাদের অবৈধ শিক্ষকের তালিকাভুক্ত করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল তার স্বপক্ষেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানা গিয়েছে।

ওএমআর শিট দুর্নীতি মামলায় গ্রুপ ডির ১৯১১ জনের নিয়োগ সম্পূর্ন বাতিল বলে ঘোষণা করা হয়। ২০১৬ সালে নবম দশম চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিল চোখে পড়ে। ৯৫২ টি ও এম আর সিট বিকৃত এমনকি সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছিলেন বলেও অভিযোগ ওঠে।

আরো খবর: ফিশচু’লা ছাড়া শরীরে আর কি কি রোগ বা’সা বেঁ’ধে’ছে কেষ্টর? কি কি ওষুধ খে’তে হয় তাকে?

যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তাদের নম্বর ছিল ৫০ থেকে ৫২! ৯৫২ জনের মধ্যে চাকরি বাতিল হতে চলেছে ৮০৫ জনের। প্রথম ধাপে চাকরি চলে গিয়েছিল ৬১৮ জনের এবার আরো ১৫৭ জনের চাকরি চলে গেল। গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন ১৯১১ জনের জায়গায় নতুন নিয়োগ করতে হবে এসএসসি কে.!

নিয়োগপত্র প্রত্যাহার করবার নির্দেশ জারি করে মধ্যশিক্ষা পর্ষদ বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নাম চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ করবার নির্দেশ দেওয়া হয়।

প্রয়োজনে ওই ১৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এমনটাও জানানো হয়। এবার আরো ১৫৭ জন অবৈধ শিক্ষকের চাকরি যাওয়ার ঘোষণা জারি করল পর্ষদ।