সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফিশচু’লা ছাড়া শরীরে আর কি কি রোগ বা’সা বেঁ’ধে’ছে কেষ্টর? কি কি ওষুধ খে’তে হয় তাকে?

তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন জেলবাসী। শুক্রবার দিল্লি যাত্রার ক্ষেত্রে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। ভোটের আগে তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলগুলিকে। সেই হেভিওয়েট কেষ্ট এখন জেলে রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটেও ভালো নয় ওজন অনেকটাই কমে গিয়েছে আরো নানান রকম অসুখ তাকে ধরেছে।

গত বছরের আগস্ট মাসে গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কখনো ভোট পরবর্তী মামলার শুনানি আবার কখনো খুনের চেষ্টা ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দান করা হয়। তিনি বলেছিলেন আমি অসুস্থ। বীরভূম থেকে কলকাতা এসেছেন অথচ তিনি নিজাম প্যালেজে আসেননি।

সেই অনুব্রত মণ্ডল যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই তিনি এখন বুকে ব্যথা জ্বর সর্দি কাশিতে ভুগছেন। যদিও হাসপাতাল তরফে জানানো হয়েছে এমন কোন রোগ নেই তার। জানা গিয়েছে এক সময় তার ওজন ছিল ১২৫ কেজি। কিন্তু এখন তার ওজন অর্ধেকের বেশি কমে গিয়েছে।

আরো খবর: ধীরে ধীরে কি মহামা’রী’র দিকে এগোচ্ছে অ্যাডিনো ভা’ই’রা’স? টেলিমেডিসিনের উপর ভ’র’সা!

শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার সব সময় অক্সিজেন সিলিন্ডার মজুদ করে রাখতে হয়। এছাড়া তার ইনসুলিন নিতে হয় সব সময়। শুধু তাই নয় বয়স জনিত কারণে আরো নানান সমস্যা রয়েছে তার। তার মধ্যে অন্যতম ফিস্টুলা। অ’ন্ড’কো’ষ জনিত আরো নানান সমস্যা রয়েছে।

হার্টের অসুখ রয়েছে কেষ্টর। কৃত্রিম পদ্ধতিতে তাকে অক্সিজেন নিতে হয় ঘুম থেকে ওঠার পর দশ রকমের ওষুধ খেতে হয় তাকে। এক সময় যিনি একাই দেড় কেজি খাসির মাংস সাবার করে দিতে পারতেন এখন তিনি রুটি খান মাত্র একটা। কিন্তু তাই বলে অসুখ দেখিয়ে অন্যায় থেকে তো ছাড়া পাচ্ছেন না কেষ্ট।