সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টিতে ভি’জ’বে দেশের ১৪ রাজ্য, জা’রি অ্যা’লা’র্ট! কে’ম’ন থাকবে শহর কলকাতার আবহাওয়া?

সোজা মৌসম ভবনের খবর, দেশের বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি হয়ে চলেছে, যার কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন মানুষ। উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অগশে বৃষ্টি হচ্ছে, মৌসম ভবন জানিয়েছে পুডুচেরিতে আগামী ২ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

বিশেষ করে উপকূলের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির পূর্ভাবাস রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ২৮ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কাল ২৯ তারিখ পর্যন্ত চলবে এই বৃষ্টি। এদিকে আবার দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সমস্ত এলাকায় আগামী এক আওপ্তাহ শুষ্ক থাকবে বলে জানা গেছে।

এদিকে যদি কলকাতার কথা বলা যায় তাহলে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রীর ঘরে। এদিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ %। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, আর সেই কারণেই ভ্যাপসা গরম।

আরো পড়ুন: কেন্দ্রীয় প্র’ক’ল্পে’র নাম এবার মমতার মু’খে, টুইট মুখ্যমন্ত্রীর

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা নেই তেমন একটা। রোদের দেখা মিলেছে আজকে কিন্তু আগামী দিনে বৃষ্টি হবে কিনা সেটা স্পষ্ট নয়। তাই পুজো মাটি হবে কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না।