সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রীয় প্র’ক’ল্পে’র নাম এবার মমতার মু’খে, টুইট মুখ্যমন্ত্রীর

সর্বক্ষণ আমরা দেখে আসছি কেন্দ্রের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লড়াই হয়ে আসছে। কেন্দ্র সব সময় রাজ্য সরকারকে দোষ দিতে থাকে আর রাজ্য সরকার সব কিছুতেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু সম্প্রতি চিত্রটা একটু বদলেছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখে কেন্দ্রের প্রকল্পের কথা শোনা যাচ্ছে।

আসল ঘটনাটি হলো, ২০১৯ সালে কেন্দ্র সরকারের তরফ থেকে ‘জল জীবন মিশন’ প্রকল্প সূচনা হয়েছিল। পরে সেটা রাজ্য সরকার ‘ জলসপ্ন ‘ নাম দেয়। এই প্রকল্পে বলা হয় ২০২৪ সালের মধ্যে রাজ্যের প্রায় ১.৬০ কোটি পরিবারে নলবাহিত জল পৌঁছে দেওয়ার কথা। এ পর্যন্ত প্রায় ৪৮.৪৯ লক্ষ পরিবারে জলের সংযোগ দিতে পেরেছে রাজ্য।

আর এই কাজের অগ্রগতি দেখে রাজ্যকে পুরস্কৃত করবে কেন্দ্র। আর সেই উপলক্ষেই মুখ্যমন্ত্রীর টুইট করে জানান, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, জল জীবন মিশনে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্য স্বীকৃতি পাচ্ছে। জন পরিষেবাকে এ ভাবে অফিসারেরা যে অগ্রাধিকার দিয়েছেন, এই স্বীকৃতি তার সাক্ষ্য। নিবিড় ভাবে আমরা মানুষের স্বার্থে কাজ করব’।

আরো পড়ুন: FD-তে সুদ বা’ড়া’লো এই বেসরকারি ব্যাংক, আপনার ACCOUNT আ’ছে কি?

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অনেক গুলি প্রকল্পই নাম বদল করে অন্য নাম রাখে রাজ্য যেমন আবাস-সড়ক যোজনার মতো এই প্রকল্পেও রাজ্য নাম বদল করেছিল। আর সেই কারণেই এই তিনটি প্রকল্পেই টাকা আটকে দিয়েছিল কেন্দ্র। প্রথম দু’টি প্রকল্পের কেন্দ্রীয় টাকা এখনও আটকে থাকলেও, জল জীবন মিশনে সম্প্রতি ফের টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র।


আর তাই আগের কেন্দ্রের দেওয়া নামেই কাজ করা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্র থেকে জানা যাচ্ছে এই অবস্থার বদল ঘটাতে কেন্দ্রের দেওয়া নাম ফেরানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য। আবাস-সড়ক যোজনা এমনকি, জল প্রকল্পের কেন্দ্রীয় নামই রাজ্য এখন ব্যবহার করছে। তাই বর্তমানে যখন রাজ্য ‘ জল জীবন মিশন ‘ প্রকল্পের জন্য পুরস্কৃত হচ্ছে তখন রাজ্য সরকারের টুইটে কেন্দ্রীয় সরকারের দেওয়া নাম নিতেই শোনা যাচ্ছে।