সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে উ’ড়ে এলো ১২ টি আফ্রিকান চিতা, কোথায় ঠাঁ’য় হ’বে এদের?

চিতা যেটা ভারতে একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের তৎপরতায় ফের দেশে ফিরিয়ে আনা হচ্ছে চিতা। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতে নিয়ে আসা হয়েছিল আটটি চিতা। সেটা নামিবিয়া থেকে নিয়ে আসা হয়েছিল প্রথমবার। এবার ফের আরেকবার খুশির খবর ভারতবাসীদের জন্য।

কারণ দক্ষিণ আফ্রিকা থেকে আরো বারোটি চিতা নিয়ে আসা হলো ভারতে। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় বায়ু সেনার বিমান সি ১৭ গ্লোব মাস্টার এয়ারক্রাফ্টে নিয়ে আসা হয়েছে চিতাগুলোকে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রথম নামানো হয়েছে চিতার খাঁচাগুলোকে। প্রাথমিকভাবে এখানে তাদের কিছুটা বিশ্রাম করিয়ে, নিয়ে যাওয়া হবে কুনো ন্যাশনাল পার্কে।

প্রথমবারের আটটি চিতা কেও সেই মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কেই ছাড়া হয়েছে। তারা ভারতের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে সহজেই। এবার এই ১২ টি চিতাও যে পারবে তার আশাই করা হচ্ছে। কিন্তু প্রথমবারের চিতাগুলোর জন্য যে এনক্লোজার রাখা হয়েছিল এবার এদের জঞ্য সেটা রাখা হবে না।

আরো খবর: গ্যাস সিলিন্ডারের দা’ম গগণচুম্বী, মাত্র ১৫০০ টা’কা’য় রান্না করুন সা’রা বছর!

দক্ষিণ আফ্রিকা থেকে চিতা ভারতে নিয়ে আসার সময় সাথে ছিল বিভিন্ন চিকিৎসক, সাথে চিতা বিশেষজ্ঞরাও। তাই কোনো ধরনের অসুবিধার সময় যাতে তারা তাদের দেখাশোনা করতে পারে।

দক্ষিণ আফ্রিকার সরকারের সাথে এই বিষয় নিয়ে ভারত সরকারের অনেক আগেই কথা হয়েছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল না এতদিন। তবে এবার সেই সবুজ সংকেত পাওয়া মাত্রই ১২ টি চিতা নিয়ে আসা হল ভারতে।