সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ টা’কা বিনিয়োগে ২ টা’কা রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিম স’ম্প’র্কে আগে থে’কে কো’নো কিছু জা’না আছে?

পোষ্ট অফিসে শুরু হলো এক নতুন স্কিম। এই স্কিম সকল মধ্যবিত্ত মানুষদের অনেক উপকারে লাগবে বলেই মনে করা হচ্ছে। মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করেই স্কিমটার সুবিধা নেওয়া যাবে। এই স্কিমে বিনিয়োগ করলে যথার্থ সময়ের পর দ্বিগুণ টাকা পাওয়া যাবে। অর্থাৎ ১০০০ টাকা বিনিয়োগ করলে ২০০০ টাকা পাওয়া যাবে।

এই প্রকল্পটির নাম কিষান বিকাশ পত্র প্রকল্প। এই প্রকল্পটির নাম শুনেই বোঝা যাচ্ছে এটি বিশেষ করে কৃষকদের জন্য করা হয়েছে। তবে শুধু কৃষকই নয় সাধারন যেকোনো মানুষ যাঁর বয়স ১৮ – এর উপরে এবং সে ভারতীয়, তাহলেই সে এই স্কিমের সুবিধা পেতে পারবে। এই স্কিমে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই।

চাইলে ১০০০ টাকাও রাখতে পারেন আবার ১ লাখ টাকাও রাখতে পারেন।তবে ৫০০০০ টাকা বা তার উর্ধ্বে রাখলে আপনার প্যান কার্ডের বিবরণ জমা দিতে লাগবে।এই কিষান বিকাশ পত্র প্রকল্প ১৮ বছর বয়সের উর্ধ্বে যে কেউ খুলতে পারবেন। এবং একজন নাবালকের নামেও খুলতে পারেন।

আরো পড়ুন: আরো বেশি সুন্দরী হতে গিয়ে সব ন’ষ্ট, অস্ত্রোপচার করতে গিয়ে ঠোঁ’টে’র আ’কৃ’তি বি’গ’ড়ে গেলো মাধুরীর

এই প্রকল্পের অধীনে আপনার টাকার উপর ৬.৯ শতাংশ সুদের সুবিধা পাবেন। এই প্রকল্পের পূর্ণতার সময় ১২৪ মাস বা ১০ বছর ৪মাস । এই প্রকল্পে আরো অনেক সুবিধা দেওয়া হচ্ছে। যেমন যেকোনো ১০ বছরের কম বয়স নাবালকের পক্ষে কোনো অভিভাবক একাউন্ট খুলতে পারেন। সেই নাবালক ১০ বছর পূর্ণ হলে তার নামে একাউন্ট খোলা যাবে। এই প্রকল্পে যৌথ ভাবেও একাউন্ট খোলা যাবে। ৩জন লোকেও একটি একাউন্ট খুলতে পারেন।

কিষান বিকাশ পত্র প্রকল্পের মেয়াদ ১০ বছর ৪মাস। এই সময়ের পূর্বে কেউ যদি তাঁর টাকা তুলে নিতে চান তাহলে তাঁর টাকা দ্বিগুণ হয়ে তাঁর কাছে আসবে না। অর্থাৎ তাঁকে তার দেওয়া আসল টাকাটাই শুধু ফিরিয়ে দেওয়া হবে। এই স্কিমটি আয়কর আইন অনুযায়ী ৪০c এর অধীনে নয় তাই আপনি বিনিয়োগের উপর যে টাকা পাবেন সেটার উপর আপনাকে কর দিতে হবে।

আপনি এই স্কিমটি নিতে প্রথমে যোগাযোগ করুন আপনার নিকটস্থ পোস্ট অফিসে। সেখানে গিয়ে জমার সমস্ত রশিদ দিয়ে আবেদন ফর্ম টি পূরণ করবেন। তারপর নগদ টাকা বা চেক যা আপনার আছে তা জমা করবেন। আপনার পরিচয় পত্রের সমস্ত ফটোকপি জমা করে দিন। তারপরই আপনি আপনার বিনিয়োগের সমস্ত কাগজ বা শংসা পত্রে পেয়ে যাবেন।