সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০ দেশ ঘুরেছেন মাত্র ৫ মাসে, এক প্রপেলার বি’শি’ষ্ট বিমানে ঘু’রে রে’ক’র্ড করলেন জারা

মাত্র ১৯ বছর বয়সী জারা রাদারফোর্ড ৩২৫ কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে পাঁচ মাসে সমগ্র বিশ্বভ্রমণ করলেন। শুধু তাই নয় এই ভ্রমণের মাধ্যমে অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি।

প্রসঙ্গত জারার বাবা মা উভয়েই পাইলট, তাই আকাশে উড়ে বেড়ানোই ছিল তার জীবনের ধ্যান ও জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তাঁর।

২০২১-এর ১৮ অগস্ট যাত্রা শুরু করেন জারা। গত বৃহস্পতিবার বেলজিয়ামের কোরত্রে শহরের মাটি ছোঁয় তাঁর বিমানের চাকা এবং এখানেই শেষ হয় এই কন্যার বিশ্বভ্রমণ। জানা যাচ্ছে স্পনসরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে তিনি বিমান চালাননি।

বিমানে বিশ্বভ্রমণ প্রসঙ্গে জারা জানিয়েছেন, তিনি বিমানে মোট ৩০টি দেশ পেরিয়েছেন, কিন্তু তাঁর যাত্রাপথের দুর্গমতম রাস্তা ছিল সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলের উপরের আকাশ। সেখানে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বিমান চালানোর চ্যালেঞ্জকে অতিক্রম করে দুঃসাহসিকতার পরিচয় দিলেন জারা রাদারফোর্ড।