Home টেক নিউজ আপনার স্মার্টফোনে রয়েছে এই ছো’ট্ট ফু’টো, এর কা’জ কি?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার স্মার্টফোনে রয়েছে এই ছো’ট্ট ফু’টো, এর কা’জ কি?

মুঠোফোনে বন্দি মানুষের জীবন। দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় এই মোবাইল ফোনে চোখ রেখেই অথচ এই মোবাইল ফোন আজও আমাদের কাছে কত অজানা। ভিতরের যন্ত্রাংশ বাদ দিলে বাইরের ডিজাইন সম্পর্কেও ওয়াকিবহুল নই আমরা অনেকেই। আজ তেমনি একটি স্মার্টফোনের বিষয় নিয়ে আলোচনা করব আমরা।

আমাদের প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে যে স্মার্টফোনের থাকে একটি ডিসপ্লে ক্যামেরা। নিচের দিকে থাকে স্পিকার গ্রিল কলিং মাইক্রোফোন এবং চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টের মাধ্যমে ফোন চার্জ করা যায়। স্পিকার গ্রিল হলো ভিতর থেকে বেরিয়ে আসা আওয়াজ কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েজ ও ভিডিও কলের সময় আমাদের কন্ঠ ক্যাপচার করে। ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন সিম ট্রে হেডফোন জ্যাক পাওয়ার বাটন।

তবে এখানেই শেষ নয় ফোনের উপরের দিকে থাকে একটি ছোট্ট ছিদ্র যে ছিদ্রতে আমরা অনেকেই নজর দিই না। কি এই ছোট ছিদ্রটি? ভয়েস কলের জন্য অন্তত দুটো মাইক্রোফোন থাকে এই ফোনের ওপরের ছোট ছিদ্রটি সেই দ্বিতীয় মাইক্রোফোন যেটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনের কাজ করে থাকে।

আরো পড়ুন: ধনতেরাসে কি পুজো করবেন? শুভ মু’হূ’র্ত জেনে নিন

অর্থাৎ কোন মানুষ যদি কোন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কথা বলে চারপাশের বিভিন্ন ধরনের আওয়াজকে বাতিল করে শুধুমাত্র আপনার কণ্ঠস্বর পৌঁছে দেয় মোবাইলের অপরপ্রান্তে থাকা মানুষের কাছে। এই ভাবেই এই দ্বিতীয় মাইক্রোফোনটি কাজ করে।

যা ভয়েস কল করার সময় এক্টিভেট হয়ে যায়। বড়ই অদ্ভুত একটা জিনিস যা আমরা অনেকেই নজর দিই না আজ এমন ধরনের অজানা বিষয় জানতে পেরে নিজেরই নিজেকে ভালো লাগবে।