সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুয়ে ম’জা নেওয়া উচিত, ধ’র্ষ’ণ নিয়ে বিধানসভায় দাঁ’ড়ি’য়ে ন্যাক্কারজনক ম’ন্ত’ব্য কংগ্রেস নেতার

ব্যাঙ্গালোর থেকে ৫০৫ কিমি দূরে শীতকালীন অধিবেশন চলছে বেলগাভিতে , সেখানেই প্রবীণ কংগ্রেস নেতা কর্ণাটকের প্রাক্তন স্পীকার রমেশ কুমার যিনি বৃহস্পতিবার সেই অধিবেশনে দাঁড়িয়ে ধ’র্ষ’ণ সম্পর্কে এক মূর্খের মতো কথা বলেন, আর তারপরেই জড়িয়ে পড়েন বিতর্কে।তিনি অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন, একটা কথা আছে যদি ধ’র্ষ’ণ অনিবার্য হলে , শুয়ে পড়ুন ও উপভোগ করুন। কারণ আপনি যে পরিস্হিতির মধ্যে আছেন সেটাই আসলে ঠিক।

সেই নেতা একটি উদাহরণ দিতে গিয়ে বলেন এই কথা, আসলে অধিবেশন চলাকালীন কংগ্রেস বিধায়ক নির্বাচনী এলাকার বৃষ্টি জনিত এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছিলেন, কিন্তু সেই সময়ই বিশাল হট্টগোল হচ্ছিল অধিবেশনে, যেটা কিনা ঠেকাতেও অক্ষম হয়ে পরেন স্পিকার নিজেও, তখনি এই বিবৃতি করে বসেন রমেশ কুমার, তিনি বলেন এই অবস্হাকেও হেগড়ের উপভোগ করা উচিৎ।

যদি নজর দেওয়া যায় কর্ণাটকে ২০২০ সালের মধ্যেই ৫০৪ টি ধ’র্ষ’ণে’র ঘটনা ঘটেছিল, আর এই তথ্য পাওয়া গেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তরফ থেকে। এই সব অবস্হার পরেও রাজনৈতিক নেতাদের এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সমাজকে আরও তলানিতে নিয়ে গিয়ে ঠেকাবে।এটা তার নতুন নয়, ধ’র্ষ’ণ নিয়ে ২০১৯ সালেও বিতর্কমূলক মন্তব্য করেন রমেশ কুমার। তখন তিনি বলেছিলেন, তিনি নাকি ধ’র্ষি’তা’র মতোই হয়ে গেছে, ধ’র্ষ’ণ একবারই হয়, আর যদি সেটাকে ছেড়ে দেওয়া হয়, সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে যায়। কিন্তু যখন অভিযোগ করা হয় ও অভিযুক্তকে জেলে পাঠানো হয়, তখন তারা বারবার ধ’র্ষি’ত হয়।