সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে ফিরলো ‘কা’লা’জ্ব’র’, এখনো পর্যন্ত আ’ক্রা’ন্ত ৬৫

‘কা’লা’জ্ব’র’ ছড়ায় বালি ও মাটিতে বসবাসকারী স্যান্ড ফ্লাই নামে এক ধরনের মাছি থেকে। মানুষের হাঁটু পর্যন্ত তারা লাফাতে পারে। এবার পশ্চিমবঙ্গে ‘কা’লা’জ্ব’রে’র প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

রাজ্যের অন্তত ১১টি জেলায় ‘কা’লা’জ্ব’রে’র’ প্রকোপ দেখা দিয়েছে । স্বাস্থ্যভবনের প্রাথমিক তথ্য বলছে, রাজ্যের অন্তত ৬৫ জনকে ‘কা’লা’জ্ব’র’ আক্রান্ত চিহ্নিত করা হয়েছে।

তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মাটির স্যাঁতসেতে দেওয়াল বা মেঝেতে স্ত্রী বালিমাছি ডিম পাড়ে। সেই মাছির শরীরে বাস করে পরজীবী। মানবদেহে তা থেকেই ‘কা’লা’জ্ব’র সংক্রমিত হয়।

আরো পড়ুন: আর আ’ট’কা’নো গেলো না, দেশে ঢুকেই পড়লো মাঙ্কি পক্স

নবান্ন সূত্রে খবর, রোগ নির্মূল করতে রাজ্য সরকারের পক্ষ থেকে আ’ক্রা’ন্ত’দের পাকাবাড়ি ও শৌ’চা’ল’য় করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে । পাশাপাশি স্বাস্থ্যভবন থেকে এইসব এলাকায় লাগাতার স’মী’ক্ষা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার থেকেই স্বাস্থ্যভবনের বিশেষজ্ঞদল ‘কা’লা’জ্ব’র প্রবণ এলাকা পরিদর্শনে যাচ্ছে। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী বলেছেন, আক্রান্তদের চিহ্নিত করে পাকা বাড়ি করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।