সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রত্যাহার বর্ধিত ভাড়া, সি’দ্ধা’ন্ত রেলের

অবশেষে ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। করোনার পর যখন ধীরে ধীরে রেলের চাকায় গতি এসেছে তখন পাল্লা দিয়ে বাড়ছে রেলের টিকিট মূল্য। বর্তমান পরিস্থিতিতে রেলের টিকিটের দাম প্রায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। টিকিটের দাম দেখে মাথায় হাত নিত্যযাত্রীদের। তবে তাদের স্বস্তি দিল রেল কর্তৃপক্ষ।

রেলের তরফ থেকে জানানো হয়েছে যে মেমো এবং প্যাসেঞ্জার ট্রেনের বর্ধিত ধ
ভাড়া প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। টিকিটের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়াতে যাত্রীদের ক্ষোভ ক্রমাগত বেড়ে যাচ্ছিল। এহেন পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়েই পিছু হটছে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিট বৃদ্ধির হার তাই কমানো হলো।

পূর্ব রেলে্য তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, লকডাউনের আগের হারেই ভাড়া নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। রেল বোর্ডের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকার ভুল ব্যাখ্যা করার কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই আপাতত বিভ্রান্তি কাটিয়ে পুরনো ভাড়াই লাগু করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। এই নতুন নির্দেশিকায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন রেল যাত্রীরা।