সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুকন্যা গ্রে’ফ’তা’র হওয়ার পর এবার প্র’কা’শ্যে যা বললেন কেষ্ট মন্ডল

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার প্রায় ৯ মাস পর ইডির হাতে গ্রেফতার হন তার কন্যা সুকন্যা মণ্ডল। গত বুধবার দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাকে। জিজ্ঞাসাবাদে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।তাই তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়।

৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।এরপর গত ৩০ এপ্রিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় সুকন্যাকে। বিচারক তাকে আরও ১২ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। গরুপাচার (Cow Smuggling Case) মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

তারপর থেকেই তিনি রয়েছেন শ্রীঘরে। গত ৭ মার্চ তাকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তখন থেকে দিল্লির তিহাড় জেলেই থাকতে হচ্ছে ‘বীরভূমের বাঘ’কে।গরুপাচার মামলা এবং এত বিপুল সম্পত্তির হিসেব চেয়ে সুকন্যাকে দফায় দফায় জেরা করছেন ইডি আধিকারিকরা।

আরো খবর: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হবে?

এইসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কান্নায় ভেঙে পড়েন সুকন্যা। ইডি অফিসারদের উদ্দেশে তিনি বলেন, ”‌আমি কিছু জানিনা। ব্যবসা সংক্রান্ত কোনও খবর আমি দিতে পারব না। আমি বাবার সঙ্গে কথা বলতে চাই।”

সূত্রে খবর, কোথা থেকে এলো অনুব্রত ও সুকন্যার এত সম্পত্তি, সে বিষয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। অন্যদিকে, সোমবার অনুব্রতকেও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়।

সেখানেই সাংবাদিক দের উদ্দেশ্যে সুকন্যার গ্রেফতারি নিয়ে মাত্র চার শব্দে প্রতিক্রিয়া দেন অনুব্রত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,‘‘মেয়েকে গ্রেফতার করা অন্যায়।’’