Home চাকরি মাধ্যমিক পাশ করেই কেন্দ্রীয় সরকারে চাকরির সু’যো’গ, বেতন শুরুতেই ৫০ হাজার, নি’য়ো’গ...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিক পাশ করেই কেন্দ্রীয় সরকারে চাকরির সু’যো’গ, বেতন শুরুতেই ৫০ হাজার, নি’য়ো’গ চলছে

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ন্যূনতম মাধ্যমিক পাস হলেই রয়েছে চাকরির সুযোগ। মাধ্যমিক পাস যোগ্যতার কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি জারি হল গ্রুপ সি কর্মচারীদের জন্য। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নবোদয় বিদ্যালয় হেলপার, মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি ক্ষেত্রে 13 টি পদে নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের যে কোনও জায়গাতে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন।

এরজন্য প্রথমে www.navodaya.gov.in ওয়েবসাইটে আবেদন করতে হবে। ভারতীয়রা এই চাকরির জন্য আবেদনের যোগ্য। স্টাফ নার্স পদের জন্য আবেদন ফি বাবদ বারোশো টাকা লাগবে। ল্যাব এটেনডেন্ট, মেস হেলপার, মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য 750 টাকা লাগবে। বাকি পদের জন্য লাগবে 1000 টাকা আবেদন ফি। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য শূন্য পদ রয়েছে 23 টি। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। মাসিক বেতন 18000 থেকে শুরু করে 56 হাজার 900 টাকা।

বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ বা মাধ্যমিক পাস হলে ল্যাব টেকনিকে ডিপ্লোমা থাকলে ল্যাব এটেনডেন্ট পদে আবেদনের যোগ্য। শূন্য পদ রয়েছে 142 টি। মাসিক বেতন 18 হাজার থেকে শুরু করে 56 হাজার 900 টাকা। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ রয়েছে 662। উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে মিনিটে ইংরেজিতে ত্রিশটি শব্দ এবং হিন্দিতে 25 টি শব্দ লিখতে পারলে আবেদনের যোগ্য। মাসিক বেতন 19900 টাকা থেকে শুরু করে 63 হাজার 200 টাকা।

ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের জন্য মাধ্যমিক এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য 273 টি এবং মাসিক বেতন 19900 টাকা থেকে 63 হাজার 200 টাকা। এছাড়াও রয়েছে স্টাফ নার্স, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রানসলেশন অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটরের পদ। বিশদে জানতে ক্লিক করতে পারেন উক্ত ওয়েবসাইটে।