সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’ট’কে ধরেছে “শীত”-কে, ঠান্ডার আ’মে’জ উধাও, যা বললো আবহাওয়া দপ্তর

ফের নিম্নচাপের ঘনঘটা রাজ্য জুড়ে, আর সেই কারণেই শীতে ব্যাঘাত রাজ্যবাসীর। আজ রবিবার আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, গতকালের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে কিন্তু তাও রয়েছে নিম্নচাপের সম্ভাবনা।ভোরের দিকে শীতের দাপট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উধাও হয়ে যায়।

আজ কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তবে এই নিম্নচাপের জেরে যে বৃষ্টি আবশ্যিক তা স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের প্রথম থেকেই শুরু হতে পারে বৃষ্টি, আর তার ফলেই দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গেও তার প্রভাব পরবে দারুণভাবে। তবে এই বৃষ্টির জেরে রাজ্যজুড়ে শীতের প্রকোপ আরো বেশি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।

মৌসম ভবন থেকে জানানো হয়েছে, বর্তমানের নিম্নচাপের অবস্থান রয়েছে আন্দামান সাগরে। যা কিনা আগামী কয়েক দিনের মধ্যেই তার শক্তি বৃদ্ধি করবে এবং এগিয়ে আসবে বঙ্গোপসাগরের সাগরের উপকূলে। এই ফলে উপকূলের রাজ্যগুলি বিশেষ করে ওড়িশা , অন্ধ্রপ্রদেশ ও তার সাথে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মধ্যভারত ও পুর্ব ভারতের কথা যদি বলতে হয়, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী থেকে সর্বনিম্ন ১৭ ডিগ্রির মধ্যে বিরাজ করবে।