সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ’প্রেমীদের মিললো স্ব’স্তি, রাজ্যে খু’ল’লো ম’দে’র দোকান

সম্প্রতি জানতে পারে গেছে যে, সমস্ত রকম বিধি-নিষেধ জানার পরেও দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যে খোলা থাকবে মদের দোকান। ফরেন লিকার অফশপ গুলিকে ধরা হবে খুচরো দোকান এর মধ্যে। তবে বার এবং রেস্তোরাঁ খোলা হবে না। আগামী ১৫ দিন আরো লকডাউন বাড়িয়ে দেবার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মতো কড়াকড়ি না হলেও এই বছর লকডাউনে মানতে হয়েছে বেশ কিছু নিয়ম। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকছে সমস্ত দোকান বাজার। বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত গয়না এবং শাড়ির দোকান খোলা থাকছে। মিষ্টির দোকান খোলা থাকছে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত।

সম্প্রতি খুচরো দোকান খোলা রাখা যে আবেদন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তা মেনে এবার খুচরো দোকান খোলা থাকবে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত। ১০% কর্মী নিয়ে তথ্যপ্রযুক্তি কেন্দ্র শুরু করতে পারে কাজ। টিকাকরণ হয়ে গেছে এমন শ্রমিকদের নিয়ে কাজ করতে হবে। তবে বন্ধ থাকবে ট্রেন-বাস এবং মেট্রো পরিষেবা। আগামী নির্দেশিকায় কি বলা হবে তা এখন দেখা সময়ের অপেক্ষা।