সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

5G চলে এলে কি আপনার হা’তে থাকা 4G স্মার্টফোন কা’জ করবে?

বাজারে এখন ফাইভ-জি পরিষেবা এসে গিয়েছে। ফোর-জির তুলনায় তুলনামূলকভাবে বেশি স্পিডে ইন্টারনেট পরিষেবা দেবে ফাইভ জি। ফাইভ-জি নিলাম হওয়ার কয়েক দিনের মধ্যেই নেটওয়ার্ক লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন সংস্থা।

এখন প্রশ্ন হলো ফাইভ জি নেটওয়ার্ক শুরু হলে কি পুরনো ফোরজি স্মার্টফোন অচল হয়ে যাবে? ফাইভ-জি নিলাম থেকে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্রীয় সরকার। কুড়ি বছরের জন্য এই সত্ত্ব বিক্রি হয়েছে।

ফাইভজি স্পেক্ট্রাম নিলামে প্রায় ৪৩ হাজার ৮৪ কোটি টাকা খরচ হয়েছে এয়ারটেল কোম্পানির। রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়াও এতে অংশ নিয়েছিল। জিও কোম্পানি ৮৮ হাজার ৭৮ কোটি টাকা খরচ করেছে এই নিলামে।

আরো পড়ুন: আজ মোদি-মমতা মিটিং, সব কিছুই হয়ে যাবে সেটিং? প্রশ্ন বিরোধীদের

প্রথম ধাপে দেশের ১৩ টি শহরে ফাইভ জি পরিষেবা চালু হচ্ছে। উল্লেখ্য দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ ২ জি ফিচার যুক্ত ফোন ব্যবহার করেন। ফাইভ-জি পরিষেবা চালু হলেও ফোরজি নেটওয়ার্ক আগের মতই চালু থাকবে।

দেশের কয়েকটি বড় শহরে নির্বাচিত অঞ্চলে আপাতত ফাইভ-জি পরিষেবা পাওয়া যাবে। তবে গ্রামীন এলাকাতে এই নেটওয়ার্ক শুরু হতে আরও কয়েক বছর সময় লাগবে।

ফোরজি স্পিড আগের মতোই কাজ করবে। আপনি চাইলে নিজের ফোরজি ফোন ব্যবহার করতে পারবেন অনায়াসে। তবে যদি আপনি ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ফোনে ফাইভ জি সাপোর্ট থাকা বাধ্যতামূলক।