সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’জ কি কলকাতায় বৃষ্টি হ’বে? কি জা’না’লো আবহাওয়া দপ্তর

বঙ্গবাসী বৈশাখের শুরু থেকেই তীব্র গরমে জেরবার। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম মাত্রা ছাড়িয়েছে। বেলা বাড়লেই বাড়ছে গরমের তীব্রতা। বুধবারের পর থেকে সার্বিকভাবেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির বদল চোখে পড়তে পারে।

বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও দুই মেদিনীপুরে।

অন্যদিকে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে আজও দিনভর তীব্র গরম থাকার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

আরো পড়ুন: এক প্রকার বা’ধ্য হয়ে শাহিদের সঙ্গে রাত কা’টা’ন কঙ্গনা, রাতে কি হয়েছিল? সি’ক্রে’ট ফাঁ’স করলেন অভিনেত্রী

বেশ কয়েকটি জেলায় ৪২ ডিগ্রির উপরে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। শহর কলকাতাতেও আজ দিনভর থাকবে ভ্যাপসা গরম। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ শিলাবৃষ্টি হতে পারে।