সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা সিনেমাকে কেউ কেন দে’খে না? এবার মু’খ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী

বর্তমান পরিস্থিতিতে একের পর এক দক্ষিণী সুপারহিট ছবির সামনে পড়ে বলিউড থেকে শুরু করে টলিউড একেবারে ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে। কোনোভাবেই আগের মতো জনপ্রিয় হচ্ছে না সেই সব ছবি।

এহেন পরিস্থিতিতে বিশেষ করে বাংলা ছবির অবস্থা খুবই খারাপ। তাই বাংলা ছবির জনপ্রিয়তা পুনরায় ফিরিয়ে আনতে টলিউডের তারকা থেকে শুরু করে প্রযোজক, পরিচালক সকলে মিলে দাবি তুলেছেন ঝ- “বাংলা ইন্ডাস্ট্রি কে বাঁচান”, ” বাংলা ছবির পাশে এসে দাঁড়ান”।

তাও সেই কথায় দর্শকদের কোনো হুঁশ নেই, তারা সেই উদাসীন হয়েই আছেন। আর হয়তো সেই কারণেই হলের সংখ্যাও দিন দিন কমে আসছে। তাছাড়া সিনেমা হল গুলিতে বাংলা সিনেমায় দর্শকদের ভিড় সেভাবে চোখেও পড়ছে না। এবার সেই প্রসঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বাংলা ছবির জনপ্রিয়তা বাড়ানোর জন্য ছবির মানোন্নয়নের দিকে নজর দেওয়ার কথা বলেছেন।

তাঁর কথায়, সবাই জানেন এখন বাংলা ছবি খুব ভালো চলছে না। হাউজফুলও কমে গিয়েছে। সেই কারণে সকলেই সরব হয়ে দর্শকদের উদ্দেশ্যে বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করতেই পারেন, তবে সবকিছুই নির্ভর করে ছবির মানের ওপর। ভালো ছবি তৈরী হলে মানুষ সেই ছবি অবশ্যই দেখবেন।

আরো পড়ুন: দেশের এই সব মন্দিরে ছেলেদের প্র’বে’শে নি’ষে’ধা’জ্ঞা রয়েছে!

তিনি আরও বলেন, হলে একটা ছবি চালাতে গেলে অন্তত ৩-৪ সপ্তাহ ছবিটা ভালোভাবে চলতে হয়। এখন তো আবার হল হাউসফুল করার জন্য দর্শককে টাকা পর্যন্ত দিতে হয়। দক্ষিণী ছবি পুষ্পা, RRR -এর মতো কমার্শিয়াল ছবি তো আগে বাংলা ইন্ডাস্ট্রিতেও তৈরী হতো।

এই সমস্ত ছবিতে নানান আজগুবি শট, মারধোরের মধ্য দিয়ে হিরোকেই সবথেকে বেশি করে হাইলাইট করা হয়। তবে দুঃখের বিষয় বাংলা আজ এ ধরণের ছবি বানাতে ভুলে গেছে।

আজগুবি সব গল্প বাদ দিয়ে ‘শশুরবাড়ি জিন্দাবাদ’, ‘অন্নদাতা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘বাবা কেন চাকর’ ইত্যাদি ছবিগুলিকে খারাপ সিনেমার তকমা দিয়ে টলিউড ইন্ডাস্ট্রি ভালো সিনেমা বানাতে চায়। কিন্তু এসব করে সত্যিই কি কোনো লাভ হচ্ছে?

আজকাল তো আবার ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু গরীব মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কোথায় স্মার্টফোন? অন্যদিকে তারা তো মাল্টিপ্লেক্সে গিয়ে ১৮০ টাকার টিকিট কেটে সিনেমা দেখার কথা ভাবতেই পারেন না।

তাই তাঁর মতে, তাদের সময়কার ছবিগুলোকে খারাপ ছবির তকমা দিয়ে বাদ দিয়ে দেওয়া হলেও এখনকার পরিস্থিতিতে সেই ছবিগুলোই টলিউডকে বাঁচাতে পারে। তাই তিনি গরীব মানুষদের জন্য ছবি বানানোর দিকে নজর দিতে বলেছেন।