সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন নতুন ঘড়ির কা’টা’য় সবসময় ১০ টা ১০ মিনিট দেখায়?

আমাদের পরিবেশকে ঘিরে নানা রকম নিয়ম কানুন রয়েছে যেগুলোকে আমরা সাধারণভাবে অতটা গুরুত্ব দিই না। গভীরভাবে সেগুলো সম্পর্কে ভাবিও না। এরকম একটি প্রচলিত নিয়ম রয়েছে ঘড়ির কাঁটা যুক্ত। সব সময় লক্ষ্য করবেন দোকানে যে সমস্ত ঘড়িগুলো থাকে নতুন সেই সমস্ত নতুন ঘড়ি গুলোতে সময় থাকেটা ১০ বেজে ১০ মিনিট।

যখনই আপনি কোন রাস্তার ধারে নতুন ঘড়ি দেখবেন অথবা নতুন ঘড়ি কিনতে যাবেন সে সময় দেখতে পারবেন যে সেই ঘড়ি গুলোতে ১০ টা বেজে ১০ মিনিট রয়েছে। এই বিষয়টি নিয়ে অনেকেই ভাবেন না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই ধরনের টাইম কেন রাখা হয়? তবে এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন যুক্তি রয়েছে বিভিন্ন দিক থেকে।

অনেকে বলে থাকেন যে ঘড়ির কাঁটা টি ১০:১০ রাখার কারণ হলো ঘড়ি আবিষ্কার এর সময় এই সময়টিতে গণ্য করা হয়েছিল,বড় তবে এটি কিন্তু গবেষকদের মতে সত্য নয় কারণ চতুর্দশ শতাব্দীতে প্রথম ঘড়ি ব্যবহার করা হয়েছিল ইউরোপ এবং সেটি ছিল পেন্ডুলাম দেওয়া।

আরো পড়ুন: জমি ও বাড়ির রেজিস্ট্রেশনে রে’ক’র্ড ই’ন’কা’ম করলো রাজ্য সরকার

অনেকে বলেন ঘড়ির কাঁটা ১০:১০ সময় রাখার কারণ হলো প্রচারের সুবিধার্থে। বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করে থাকেন ঘড়ির মধ্যে লেখা ঘড়ির ব্র্যান্ডের নাম যাতে স্পষ্ট করে দেখা যায়, সেইজন্যই সময়টা ঐ রকম ভাবেই দেওয়া থাকে।

অনেকের মতে নতুন ঘড়ির কাঁটা ১০:১০ রাখার কারণ, হল সেই কাটা দুটি ভি আকৃতির অক্ষর বোঝায় এবং ভি কথার অর্থ হচ্ছে ভিকট্রি বা জয়। অনেকের মতে আবার নতুন ঘড়িতে ১০:১০ রাখার কারণের পিছনে রয়েছে একটি মজার যুক্তি। ক্রোনোমিটার এই সময় দেখলে কাটা দুটির মাধ্যমে একটি হাসির মুখে সেই কারণেই কাটা গুলিকে ১০:১০ এই রাখা হয়।

আবার অনেকের মতে ঘড়ির কাঁটা কে ১০:১০ রাখার কারণ এর পিছনে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা। বলা হয় যে ১০:১০ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কে গুলি করে হত্যা করা হয়েছিল। যদিও এই ব্যাপারটি একদমই সত্য নয় কারণ তাকে গুলি করেছিল ১০টা বেজে ১৫ মিনিটে।