Home বিনোদন স্টেজে গান গাওয়ার সময় কেন “পাগড়ি” পড়েন অরিজিৎ সিং? জানুন কারণ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টেজে গান গাওয়ার সময় কেন “পাগড়ি” পড়েন অরিজিৎ সিং? জানুন কারণ

৩৬ বছরে পা রেখেছেন ভারতের সংগীত জগতের কিংবদন্তি তারকা অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের ভক্ত সংখ্যা কোটি কোটি। তার গান তো বটেই এমনকি তার জীবনের নানান অজানা কথা শুনতে সর্বদা মুখিয়ে থাকেন তার ভক্তরা। বরাবর খুব সাধারন মাটির জীবনযাত্রা করেন তিনি।

এত বড় মাপের তারকা হলেও সব সময় তার পা থাকে মাটির উপর। বিভিন্ন কনসার্টে অনেক সময় দেখা গিয়েছে অরিজিৎ পাগড়ি পরে গান গাইছেন। বেশিরভাগ লাইভ পারফরমেন্সে পাগড়ী বেঁধে তাকে স্টেজে উঠতে দেখা যায়।

তবে কি কেবলমাত্র স্টাইলের জন্য? যে মানুষটা এত সাধারণ থাকে সে নিছক স্টাইলের জন্য নিশ্চয়ই পাগড়ীকে ব্যবহার করবেন না! ২০২১ সালে প্রথমবার অরিজিৎকে একটি অনলাইন কনসার্টে দেখা যায় পাগড়ি বেঁধে গান গাইতে। তার বেশ কয়েকদিন আগেই তার মায়ের মৃত্যু হয়।

আরো খবর: এবার হাওড়া থেকে পুরী মা’ত্র সাড়ে ৫ ঘন্টাতেই, কবে থেকে ছা’ড়’বে বন্দে ভারত?

এরপর জিয়াগঞ্জে অনলাইন ওই কনসার্ট করেছিলেন তিনি। তবে অনেকেই জানেন না অরিজিৎ সিং আসলে বাঙ্গালী হলেও তার বাবা একজন পাঞ্জাবী। বাবা পাঞ্জাবি এবং মা বাঙালি দুইয়ের সংমিশ্রণে অরিজিৎ একজন প্রকৃত ভারতীয়।

লন্ডনে গিয়ে তিনি যেমন ঝরঝরে বাংলা ভাষায় কথা বলতে পারেন ঠিক তেমনভাবেই, অরিজিৎ আবার মাথায় পাগড়ি বেঁধে তার বাবার ধর্ম পালন করতে পারেন। জন্মসূত্রে তিনি একজন শিখ। তার জিয়াগঞ্জের বাড়িতে মায়ের অবর্তমানে বাবার সঙ্গেই থাকেন অরিজিত।