সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার হাওড়া থেকে পুরী মা’ত্র সাড়ে ৫ ঘন্টাতেই, কবে থেকে ছা’ড়’বে বন্দে ভারত?

বাঙালির প্রথম পছন্দের তালিকায় থাকে দিপুদা। কোথাও ঘুরতে গেলে দীঘা পুরী কিংবা দার্জিলিং ছাড়া বাঙালি ভাবতেই পারে না। তবে দীঘা কিংবা দার্জিলিঙের তুলনায় পুরি কিছুটা দূরে কারণ পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় অবস্থিত পুরী। তবে এবার আর সেই দূর দূর রইলো না মাত্র পাঁচ ঘন্টায় পৌঁছে যেতে পারবেন পুরীতে।

রেল সূত্রে খবর মে মাস থেকেই চালু হতে পারে হাওড়া পুরী এক্সপ্রেস। যেমন তেমন এক্সপ্রেস নয় এটা বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে সেই ট্রেনের ট্রায়াল রানের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আগামী ২৮ শে এপ্রিল হবে এর প্রথম ট্রায়াল।

তিনবার ট্রায়াল রান সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। খুব কম সময়ের মধ্যে পুরীতে পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে। ট্রায়াল রানের জন্য হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে সকাল ছয়টা বেজে দশ মিনিটে। তা পুরীতে গিয়ে পৌঁছাবে বারোটা বেজে ৩৫ মিনিটে।

আরো খবর: সন্ধ্যা হতেই কলকাতায় না’ম’তে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, স’ঙ্গী হ’বে দমকা হাওয়া

আবার পুরি থেকে দুপুর একটা ৫০ মিনিটে এই ট্রেন ছাড়বে এবং হাওড়া পৌছাবে রাত আটটা বেজে ৩০ মিনিটে। মাঝে পাঁচটি স্টপেজে থামবে এই বন্দে ভারত। খড়গপুর স্টেশনে মাত্র দুই মিনিটের জন্য এই ট্রেন থাকবে।

প্রথমবার ট্রায়াল সম্পন্ন হবার পর তার দুইদিন পর অর্থাৎ রবিবার হবে দ্বিতীয় ট্রায়াল। পরবর্তী দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষিত হয়নি। সোম শুক্র এবং শনিবার সপ্তাহের এই তিন দিন চলবে এই ট্রেন।

৫০০ কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা। বুধবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে পাঠানো হয়েছে একটি বগি। সেটি হাওড়ায় চলে এসেছে।