Home অফবিট রাস্তার আশপাশের গাছগুলি কেন সাদা রং ক’রা হয়? কারণটা কি?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তার আশপাশের গাছগুলি কেন সাদা রং ক’রা হয়? কারণটা কি?

রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ি সারি সারি গাছ দেখতে দেখতে।খুব সুন্দরভাবে সাজানো থাকে গাছ গুলো। তবে আরও একটা বিষয় চোখে পড়ে সেটা হলো প্রত্যেকটা গাছের কাণ্ড থেকে গোড়া অবধি সাদা রং করা। অনেকেই ভেবে থাকবে হয়তো সুন্দর্য বাড়ানোর জন্যই এমন করা হয়েছে। কিন্তু তা সঠিক নয়। এর পিছনেও একটি কারণ আছে। যা খুবই গুরত্বপূর্ণ গাছের এবং পথিকের উভয়ের জন্য। রাস্তার গাছগুলোকে সাদা রং করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ আছে।সাধারণত আমরা যেটাকে সাদা রং ভাবি ওটা আসলে রং নয় গাছগুলোকে চুনকাম করা হয়।

জানা যাচ্ছে যে, চুন গাছের জন্য খুব ভালো। গাছে পোকামাকড় ধরে না চুন লাগলে। ফলে গাছগুলি দীর্ঘ দিন বেঁচে থাকে। তাই চুন কিছুটা গাছের বাইরের প্রোটেকশনের কাজ করে। কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা বলেন, গাছে তেল মিশ্রিত রং দিলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জলের সাথে চুন মিশিয়ে দিলে চুনের খারাপ প্রভাব ও পরে না আবার কিছুটা জল সংগ্রহ ও করতে পরে গাছ। তবে এই চুন অল্প মাত্রায় দিতে হয়।

কারণ চুনেও জারক আছে তাই বেশি মাত্রায় দিলে গাছের ক্ষতি হতে পারে। তবে এই সব কারণ গুলো ছাড়াও গাছে চুনকাম করানোর অনেক গুলো সুবিধাও রয়েছে। অঙ্গকারের মধ্যে কোনো গাড়ি এলে অল্প আলোতেও বোঝা যায় গাছের অবস্থান। ফলে অ্যাকসিডেন্ট হাওয়া থেকে বাঁচা যায়।

আরো পড়ুন: কোন প্রাণী ঘরে ঢুকলে মৃ’ত্যু’র ল’ক্ষ’ণ হিসেবে ভা’বা হয়?

এছাড়াও আরও একটি কারণ রয়েছে গাছে চুনকাম করার। অনেক সময় দেখা যায় গাছ কাটা হলেও গোড়ার দিকের কিছুটা অংশ রেখে দেওয়া হয়। কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, এটা রেখে দেওয়ার কারণ হলো এখান থেকেই গাছের নতুন ফলিকল উৎপন্ন হয়ে নতুন অঙ্কুর গজিয়ে উঠবে। তাছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি থেকেও গাছটিকে রক্ষা করতে সাহায্য করে এই চুনকাম।