সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবারে’র মহা’ল’য়া’য় কো’ন চ্যা’নে’লে কা’রা কা’রা হ’চ্ছে’ন দেবী দুর্গা? দে’খে নি’ন

এবারের মহালয়ায় কোন চ্যানেলে কারা কারা হচ্ছেন দেবী দুর্গা? দেখে নিন

কিছুদিন পরেই দেবীপক্ষের শুভ সূচনা আর দেবীপক্ষের সূচনা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শুনেই। যুগ যুগান্তর ধরে চলে আসছে এই রীতি, অপামর বাঙালি এই রীতিতে এই অভ্যস্ত হয়ে উঠেছে। রেডিওর পাশাপাশি টিভিতেও চলে মহালয়ার অনুষ্ঠান, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রীকে মহিষাসুরমর্দিনীতে অভিনয় করতে। আসুন জানা যাক এবারের জনপ্রিয় টিভি চ্যানেল গুলিতে কারা কারা হচ্ছেন দেবী দুর্গা :

স্টার জলসা : এটি বর্তমানে জনপ্রিয় চ্যানেল গুলির অন্যতম। একাধিক জনপ্রিয় সিরিয়াল হয় এই চ্যানেলে, তবে এবারের স্টার জলসা মহিষাসুরমর্দিনীতে মা দুর্গার রূপে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে সোলাঙ্কি রায়। যিনি এই চ্যানেলের এই ” গাঁটছড়া ” ধারাবাহিকের চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে এই ধারাবাহিকটি সকলেরই অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষত দর্শকের দৃষ্টি আকর্ষণ করে রেখেছেন খড়ি চরিত্রটি অর্থাৎ সোলাঙ্কি রায়। তবে তাঁকে ছাড়াও মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে, চ্যানেলের তরফ থেকে তবে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কালার্স বাংলা : এটিও বাংলা ধারাবাহিকের একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। জি বাংলা স্টার জলসার পরই এই চ্যানেলের নাম। তবে এই চ্যানেল সব সময় একটু অন্যরকম উপস্থাপনা করেন কারণ ঋতুপর্ণা সেনগুপ্তের দেবী দুর্গার রূপে উপস্থাপন করেছিলেন এই কালার্স বাংলাই, খুব সম্ভবত এ বছর ঋতুপর্ণা সেনগুপ্তকেই আমরা দেখতে চলেছি কালার্স বাংলার দেবীর দশমহাবিদ্যা রূপ হিসেবে। ইতিমধ্যেই দেবী দুর্গার রূপে ঋতুপর্ণা সেনগুপ্তের এক্সক্লুসিভ রূপ আমরা দেখতে পেয়েছি যেখানে তাঁকে দেখা যাচ্ছে গা ভর্তি সোনার গয়না, লাল বেনারসি পরিহিতা কপালে উজ্জ্বল ত্রিনয়ন, মাথায় মুকুট এবং হাতে ত্রিশূল পদ্মের উপর দাঁড়িয়ে রয়েছেন দেবী দুর্গা ওরফে ঋতুপর্ণা সেনগুপ্ত। তারই এক্সক্লুসিভ লুক রীতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

জি বাংলা : জীবন মানে জি বাংলা, এই চ্যানেলের সিরিয়াল দেখলে সত্যিই জীবনের এক অন্য মানে খুঁজে পাওয়া যায়। গত বছর মহালয়া অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখেছি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। তবে এবার চ্যানেল কর্তৃপক্ষ নিজের অভিনেত্রীদের দিয়েই উপস্থাপন করতে চলেছেন। চ্যানেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে দেবী দুর্গার রূপে দেখতে পাওয়া যাবে মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষ্ণা কুন্ডুকে। গত বছর তিনি ছিলেন দুর্গার এক রূপ কমলেকামিনী রূপে, তবে এ বছর তিনি মহিষাসুরমর্দিনীর ভূমিকায়, যাকে নিয়েও চড়ছে উত্তেজনার পারদ।

মহালয়ার এই বিভিন্ন আঙ্গিক যেন বাঙালি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মহালয়া ছাড়া পূজো ইনকমপ্লিট, মহালয়া দিয়েই পুজোর সূচনা, মহালয়া যেন বাঙালি জীবনের এক পূর্ণ লগ্ন।