সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন ৩ সময়ে জল পা’ন করা একদম উচিত নয়? জেনে নিন

কোন ৩টি সময়ে একদম জল খেলেই বিপদ?। কখন কখন জল খেতে নেই জানুন। আমরা প্রতিদিন শরীর সুস্থ রাখতে নিয়ম করে কিছুটা জল খেতেই হয়। সারা দিনে দু’লিটারের কম জল খেলে শরীর শুকিয়ে যেতে পারে। তিন-চার লিটার জল খেতে পারলে সবচেয়ে ভাল। কিন্তু তার মানে এই নয় যে, সব সময়ে জল খাওয়া উচিত।

কিছু কিছু সময়ে মোটেই জল খেতে নেই। কোন তিনটি সময়ে একদম জল খাবেন না জেনে নিন।

১। শরীরচর্চার সময়ে প্রচুর ঘাম হয়। ফলে শরীরে জলের চাহিদা দেখা দেয়। তখন ঢকঢক করে জল খেলে কিডনির উপর চাপ পড়ে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে তার পরেই জল খান।

২। অনেকেই খাবার খাওয়ার সময়ে ঝাল লাগলে জল খান। বিশেষ করে শিশুদের ঝাল লাগলে তো তাদের জল খাইয়ে দেওয়াই হয়। কিন্তু এটি ঠিক কাজ নয়। খাবারের যে উপাদানের কারণে ঝাল লেগেছে, সেটি এর ফলে গোটা পেটে ছড়িয়ে পড়ে। এতে হজমের সমস্যা হয়। অন্ত্রের অন্য সমস্যাও হতে পারে। ঝাল ধীরে ধীরে মুখেই সইয়ে নিলে ভাল।

৩। জল খেয়ে অনেকেই ঘুমোতে যান। এটিও ঠিক অভ্যাস নয়। এতে কিডনির উপর চাপ পড়ে। এমনকি প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে। তাতে হৃদ্‌যন্ত্রের ক্ষতি হয়।