Home বিনোদন একে একে কোথায় হা’রি’য়ে গেলেন ভারতের বিশ্বসুন্দরীরা? এখন কে কি করছেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একে একে কোথায় হা’রি’য়ে গেলেন ভারতের বিশ্বসুন্দরীরা? এখন কে কি করছেন?

১৯৬৬ সালে আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন রিতা ফারিয়া যিনি প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড এর খেতাব্দিতে ছিলেন এর পরে যদিও ১০ জন ভারতীয় সুন্দরী এই স্বীকৃতি পেয়েছে। ভারত মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস আর্থ বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং জিতেছিল তবে যারা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিস্থাপন করতে পেরেছিল এবং খেতাব জিতেছিল তারা আজ কোথায়? কি করছেন? কেমন ভাবে কাটছে তাদের দিন? ওখানে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব।

প্রথমেই এই তালিকায় যার নাম আসে তিনি হলেন রিতা ফারিয়া। তিনি প্রথম মিস বোম্বে প্রতিযোগিতায় জিতেছিলেন। এরপর ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সেখানেই ইয়াসমিন দাজির কাছে তিনি হেরে যান। এরপর ১৯৬৬ সালের তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন এবং যেতেন। তিনি পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন। ১৯৭১ সালে তিনি বিয়ে করেন এবং তার দুই কন্যার জন্মের পর তিনি পরিবারসহ আয়ারল্যান্ডের ডাবলিনে চলে যান।

এরপর রয়েছে সুস্মিতা সেনের নাম ১৯৯৮ সালে তিনি মিস ইউনিভার্স এর খেতাব জিতেছিলেন। এরপর বলিউডে তাঁর প্রচুর ছবিতে অভিনয় করার সুযোগ আসে এবং একচেটিয়া তিনি অভিনয়ও করে যান। আপাতত সুস্মিতা সেন ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত রয়েছেন।

১৯৯৮ সালের একই বছরে সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রায় বিজয়ী হয়েছিলেন দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এরপরে বলিউডে অভিনয় করার দরজা ঐশ্বর্য রাইয়ের কাছে খুলে যায়।

আরো খবর: বিশ্বকাপ থেকে রে’ক’র্ড ইনকাম করলো ফিফা, কো’ষা’গা’রে জ’মা পরলো ৬২ হাজার কোটি টা’কা

এরপর ২০০৭ সালে তিনি অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তবে বর্তমানে এখনো তিনি অভিনয়ের ধারা বজায় রেখেছেন। এরপর রয়েছেন ডায়ানা হেইডেন। ১৯৯৭ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন তিনি। ২০১৩ সালে আমেরিকান এক ব্যবসায়ীর সঙ্গে তিনি বিয়ে করেন এবং বর্তমানে তার তিনটি সন্তানকে নিয়ে পারিবারিক জীবন উপভোগ করছেন।

১৯৯৯ সালে মিস ওয়াল্ডের খেতাব জেতে যুক্তা মুখী। যুক্তা মুখীকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের, গুড নিউজ ছবিতে অভিনয় করতে। ২০০০ সালে মিস ইউনিভার্স এর খেতাব জয় করেন লারা দত্ত।

এরপর বলিউডে অভিনয় করার সৌভাগ্য তার হয়, এবং একাধিক ছবিতে তিনি অভিনয় করেন। সম্প্রতি দিনের অক্ষয় কুমারের বেল্ট বটম ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া ২০২০ সালে লারা দত্তের সঙ্গে মিস ইউনিভার্স এর খেতাব জিতে ছিলেন। এরপরেই তাঁর বলিউডে অভিনয় করার দরজা খুলে যায়। এখন বর্তমানে হলিউড বলিউড কাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ২০১০ সালে নিকোল ফারিয়া আন্তর্জাতিক মঞ্চে মিসার্থের খেতাব জেতেন। এরপর তাকে বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায়।

এরপরই রয়েছে মানুষি ছিল্লার, ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয় লাভ করেন। খুব শীঘ্রই তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে পৃথ্বীরার ছবিতে।

সুস্মিতা সেনের পর মিস ইউনিভার্স খেতাব জয়লাভ করা ২১ বছর পর হরনাজ ভারতকে মিস ইউনিভার্স এর মুকুট এনে দেয়। তবে এই খেতাব জেতার আগেই হরনাজ কৌর সিন্ধু দুটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করে এসেছেন।