সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’বে চা’লু হ’বে শিয়াল’দহ মে’ট্রো স্টে’শ’ন? জা’নু’ন কি রি’পো’র্ট দি’লো মেট্রো রেলে’র শী’র্ষ আ’ধি’কা’রি’কে’রা

কবে চালু হবে শিয়ালদহ মেট্রো স্টেশন? জানুন কি রিপোর্ট দিলো মেট্রো রেলের শীর্ষ আধিকারিকেরা

নতুন বছরের আগে কিছুতেই চালু করা যাবেনা শিয়ালদহ মেট্রো স্টেশন। কারণ এখনও এই স্টেশনের বেশ কিছু অংশের কাজ বাকি রয়েছে। যা শেষ হতে হতে আরো দু মাস সময় লাগবে বলে জানানো হয়েছে। অতএব এই বছরে কলকাতা মেট্রোর শিয়ালদহ স্টেশনে রেলের চাকা গড়াচ্ছে না। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মেলেনি এখনও।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী, কেএমআরসিএল এর এমডি মানস সরকারসহ একাধিক শীর্ষ আধিকারিকেরা কাজের গতি খতিয়ে দেখলেন সম্প্রতি। আপাতত মেট্রোর হাত ধরে শিয়ালদহ স্টেশনের সংলগ্ন এলাকায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। শীঘ্রই স্টেশন এলাকার রাস্তার খোলনলচে বদলে ফেলা হবে বলে জানানো হয়েছে।

আপাতত মাটির নিচে বা উপরে দ্রুত গতিতে এগোচ্ছে কাজ। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হবে শিয়ালদহ। লক্ষ্য লক্ষ্য যাত্রী এই মেট্রো ব্যবহার করবেন। আশাবাদী রেল কর্তৃপক্ষ। মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন একেবারে গা ঘেসেই উঠেছে। তাই যাত্রীদের সুবিধার্থে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিয়ালদহ স্টেশনের একদিকে রয়েছে ফুলবাগান মেট্রো স্টেশন, অন্যদিকে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন জংশন স্টেশন হতে চলেছে। তাই সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি ব্যবস্থা রাখতে হবে। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে রাখা হয়েছে নয়টি সিঁড়ি। স্টেশনে রয়েছে মোট 18 টি এস্কেলেটর। সঙ্গে সাতাশটি টিকিট কাউন্টার থাকছে। শারীরিকভাবে অক্ষমদের জন্য বিশেষভাবে নিচু করে রাখা হয়েছে কিছু টিকিট কাউন্টার। অর্থাৎ যাত্রী সুবিধার উপর নজর দিয়ে ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনকে।