সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে হ’বে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা?

মার্চের ৭ তারিখ এইবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যে ফলপ্রকাশ হয়েছে। পর্ষদ সূত্রে খবর, এ বছর ১১লক্ষ ২৬ হাজার ৮৬৩। কাছাকাছি পরীক্ষার্থী রয়েছে।

প্রসঙ্গত, আগামী বছর পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে, তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চাইছে পর্ষদ। আগামী বছর ২০২৩ সালের মাধ্যমিক শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।

করোনার কারণে গত দু’বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে এইবছর ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হল। এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।

আরো পড়ুন: রেস্টুরেন্টে কো’নো সার্ভিস চা’র্জ নেওয়া যা’বে যা, আইনি কাঠামো তৈ’রি করছে কেন্দ্র

পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%।

এবছর ৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে দু’জন। গোটা মেধাতালিকা জুড়েই জেলার জয়জয়কার। কলকাতার নামও আছে, চতুর্থ স্থানে। মেধাতালিকার প্রথম দশে রয়েছে মোট ১১৪ জন। ৬৯৩ নম্বর পেয়ে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘোড়াই এবং পূর্ব বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌণক মণ্ডল প্রথম হয়েছে।

৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছে মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌণক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।