সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে হ’চ্ছে JEE Advance 2021 Exam? তারিখ জা’না’লো কেন্দ্র

এমনিতে করোনাভাইরাসের জেরে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (JEE-Main) পরীক্ষা পিছিয়ে গিয়েছে। তৃতীয় সেশন তথা এপ্রিল সেশনের পরীক্ষা গত ২০ জুলাই থেকে শুরু হয়েছে। শেষ হবে ২৭ জুলাই। যদিও মহারাষ্ট্রের প্রবল বৃষ্টির কারণে ধস এবং বন্যাপ্রবণ এলাকার পরীক্ষার্থীরা ২৫ এবং ২৭ জুলাইয়ের পরীক্ষা দেওয়ার আবারও একটি সুযোগ পাবেন। তারপর ২৬ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর হবে চতুর্থ সেশনের পরীক্ষা।

এছাড়াও কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে করোনা পরিস্থিতিতে চতুর্থ সেশনে ২৩২ টির পরিবর্তে ৩৩৪ টি শহরে পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৬৬০ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৮২৮। সেই পরীক্ষা শেষ হওয়ার এক মাস পর JEE (Advanced) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

চলতি বছর চারটি সেশনে JEE-Main পরীক্ষা হচ্ছে। গত ফেব্রুয়ারি এবং মার্চে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা হয়েছিল। প্রথম দফায় (গত ২৩-২৬ ফেব্রুয়ারি) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২০,৯৭৮ জন। দ্বিতীয় দফায় (১৬-১৮ মার্চ) ৫৫৬,২৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রাথমিকভাবে ২৭, ২৮ এবং ৩০ এপ্রিল তৃতীয় দফার পরীক্ষা হওয়ার কথা ছিল। চতুর্থ দফার পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪, ২৫, ২৬, ২৭ এবং ২৮ মে। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এপ্রিল এবং মে সেশনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। আপাতত দেশের বিভিন্ন প্রান্তে করোনার সংক্রমণ কমে যাওয়ায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।