সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৩ সালে দোল পূর্ণিমা কবে? জানুন দিনক্ষণ ও পূর্ণিমা তিথি

আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এই উৎসব আমাদের ভারতের পাশাপাশি সমানভাবে পালন করা হয় বিদেশে। নানা রঙের সমারহে মানুষ মেতে থাকেন এই সময়। প্রতিবছর চরিত্র কৃষ্ণ প্রতি পদে পালন করা হয় এই উৎসব। তবে এই বছর তারিখ নিয়ে কিছু বিভ্রান্ত তৈরি হয়েছে মানুষের মনে।

৭ তারিখ না ৮ মার্চ কোন দিন হোলি উৎসব পালন করা হবে চলুন জেনে নেওয়া যাক। কথিত আছে, ফাল্গুন পূর্ণিমা রাতে হোলিকা ভক্ত প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করেছিলেন তাই প্রতি বছর ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় ন্যাড়াপোড়ার মাধ্যমে হোলিকা দমনের উৎসব পালন করা হয়।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর দোল পূর্ণিমা পড়েছে সাত মার্চ। বাংলায় ২২ ফাল্গুন মঙ্গলবার। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। এই বছর হোলি পড়েছে আট মার্চ, বাংলায় ২৩ ফাল্গুন।

আরো খবর: ২৬০ কোটি বছর পু’র’নো জল খেলেন এক বিজ্ঞানী! কিন্তু এরপর যা হলো…

দোল উৎসবটি মন্দের ওপর ভালোর জয়ের প্রতি হিসেবে পালন করা হয় আমাদের মধ্যে। রঙের উৎসবে দোল বা হোলিকে মানুষ একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা জানায়।

হোলি হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে ঐশ্বরিক প্রেমের উদযাপন তাই এই উৎসবটি মধুর এবং বৃন্দাবনে জমকালো ভাবে পালন করা হয়।