সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে অক্ষয় তৃতীয়া? শনিবার না রবিবার? জানুন বিশদে

প্রতিবছর বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। বাংলা নববর্ষের পরই ক্যালেন্ডারের এক গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। তবে এ বছর অক্ষয় তৃতীয়া কবে তা নিয়ে নানান মুনির নানান মত
কেউ বলছেন ২২শে এপ্রিল আবার কেউ বলছেন ২৩শে এপ্রিল।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বসন্তের তৃতীয় চন্দ্রের দিন এর নামকরণ করা হয়েছে! তারিখ নিয়ে যাই হোক না কেন অক্ষয় তৃতীয়ায় হিন্দুদের কাছে এক অতি পবিত্র দিন এই দিন বাঙালিরা কোন নতুন কর্ম সূচনা করেন। কেউ কেউ লক্ষীনারায়ণ কেউ সত্যনারায়ন আবার অনেকে লক্ষ্মী গণেশের পুজো দেন।

এবার অক্ষয় তৃতীয়া পালিত হবে ২৩ এপ্রিল। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অক্ষয় তৃতীয়া আবার ২২ এপ্রিল। তিথি শুরু হবে সকাল সাতটা বেজে ৪৯ মিনিট এবং শেষ হবে পরের দিন সকাল ৭ টা বেজে ৪৭ মিনিট।

আরো খবর: আজ শুক্রবার, দেখে নিন কি বলছে আপনার রাশিফল (21.04.2023)

অন্যদিকে রবিবার অর্থাৎ ২৩ এপ্রিল সকাল ৫ টা বেজে ১০ মিনিট থেকে সকাল ৭ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে অক্ষয় তৃতীয়ার তিথি। জানেন কেন হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনেই ধরাধামে আবির্ভূত হন।

এই দিন মহাভারত রচনা শুরু করেছিলেন গণেশ এবং বেদব্যাস। আবার এই দিন গঙ্গাকে মরতে নিয়ে আসেন রাজা ভগিরথ। এই দিন কুবের লক্ষী লাভ করেছিলেন।

আবার এই দিন এই সত্য যুগের শেষ হয়ে শুরু হয় ত্রেতা যুগ। এই ভাবেই যুগ যুগ ধরে অক্ষয় তৃতীয়া এক অন্যতম মাঙ্গলিক অনুষ্ঠান বলে পালিত হয়ে আসছে।