সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ রাতের পর থেকে এইসব মোবাইলে বন্ধ হ’য়ে যা’বে WHATSAPP, তালিকা দেখে নিন

একটা সময় সকলের কাছে কথা বলার জন্য ফোন কল ছাড়া ছিল এসএমএস এবং এই এসএমএস করার জন্য আগে নানান রকম মেসেজ প্যাক রিচার্জ করত, তবে এই সেই এসএমএস এর দুনিয়ার নেই কারণ সেই এসএমএসের দুনিয়ায় জায়গা করে নিয়েছো হোয়াটসঅ্যাপের মতো কিছু মেসেঞ্জার অ্যাপ। ইন্টারনেট থাকলে আর কোন চিন্তা নেই যত খুশি কথা বলো হোয়াটসঅ্যাপে।

অফিসের কাজ হোক কিংবা বন্ধুদের সঙ্গে গল্প গুজব সমস্ত কিছু whatsapp এর মাধ্যমে হয়েই যায়। শুধু মেসেজ করা নয় কল করা অথবা ভিডিও কল করার সমস্ত কিছুর একটাই জায়গা সেটা হল হোয়াটসঅ্যাপ। তবে দিন যত যাচ্ছে তত হোয়াটসঅ্যাপ তার আপডেট আরো উন্নত করছে।

মার্ক জুগেনবার্গের সংস্থা মেটা হোয়াটসঅ্যাপে অধিগ্রহণ করার পর আরও বেশি উন্নত হচ্ছে। নিত্য নতুন নানা রকম ফিচারস দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে তবে এই অ্যাপটি কিন্তু বেশিদিন আর ব্যবহার করতে পারবেন না কারন এই পরিষেবা বন্ধ হতে চলেছে কিছু পুরনো স্মার্টফোনগুলিতে।

যে সমস্ত স্মার্ট ফোন গুলির অপারেটিং সিস্টেম পুরনো সেই সমস্ত ফোনে হোয়াটসঅ্যাপে দিক থেকে নানা সমস্যায় পড়বে তবে এই সমস্যার ক্ষেত্রে যে শুধু অ্যান্ড্রয়েডে মুখোমুখি হবে তা কিন্তু নয় তার সঙ্গে আইফোন ও রয়েছে। বলা হয়েছে নতুন ভার্সন থাকলেই তবে ফোনে whatsapp ব্যবহার করা যাবে। এবার আসুন জেনে নেই কোন কোন ফোনে whatsapp আর পরিষেবা দেবে না।

আরো খবর: আগামী অর্থবর্ষে আমেরিকা-চীনকেও টে’ক্কা দে’বে ভারত, আর্থিক বৃ’দ্ধি’র পূর্বাভাস IMF-র

iPhone 6s
iPhone 6s plus
iPhone se
Samsung galaxy core
Samsung galaxy trend lite
Samsung galaxy ace2
Samsung galaxy s3 mini
Samsung galaxy trend li
Samsung galaxy x cover 2
vinco darknight 11
archos 53 platinum

zte v956- umi2
zte grand s flex
zte grand memo
Huawei ascend mate 16
Huawei ascend g740
Huawei ascend d2
LG optimus L3li dual
LG optimus L5 li
LG optimus L5 dual
LG optimus L7 dual

LG optimus F3
LG optimus L4 li
LG act
LG lucid 2
Sony xperia M
Lenovo a820