Home দেশ কি অবস্থা, মেয়েদের ব’দ’লে স্কুলের ছাত্ররা স্যানিটারী ন্যাপকিন পা’চ্ছে! কিন্তু কেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা, মেয়েদের ব’দ’লে স্কুলের ছাত্ররা স্যানিটারী ন্যাপকিন পা’চ্ছে! কিন্তু কেন?

স্কুলের ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে বিহারে। নীতীশ কুমার সরকার সরকারি প্রকল্পে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য খরচ বাবদ বছরে 150 টাকা করে প্রদান করে থাকে। তবে বিহারের একটি স্কুলের ছাত্রীদের বদলে ছাত্ররা পাচ্ছে এই ঢাকা। বিহারের সরণ জেলার মানঝি ব্লকের হালকরি উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা।

সম্প্রতি বিহারের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে এই স্কুলের প্রধান শিক্ষক একটি চিঠি প্রদান করেন। তিনি জানাচ্ছেন তার কো এড স্কুলের 7 জন ছাত্র নিয়মবহির্ভূতভাবে স্যানিটারি প্যাডের জন্য বছরে 150 টাকা করে পাচ্ছে। 2016-17 শিক্ষাবর্ষ থেকেই স্কুলে এই বেনিয়ম চলছে। তিনি সম্প্রতি এ সম্পর্কে জানতে পেরেছেন। এমন অভিযোগ পেয়ে তাজ্জব স্কুল শিক্ষা দপ্তর।

ঘটনার তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। এই অভিযোগ স্বীকার করেছেন জেলার শিক্ষা আধিকারিক অজয় কুমার সিং। তিনি জানিয়েছেন তদন্ত করার জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যদি অভিযোগের উপযুক্ত প্রমাণ পায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। উল্লেখ্য 2015 সালের ফেব্রুয়ারি মাসে নীতীশ কুমারের সরকার সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য বাসিক 150 টাকা করে অনুদান দেওয়ার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত 60 কোটি টাকা খরচ করেছে সরকার। সরকারি স্কুলের প্রায় 37 লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।