সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীত নিয়ে এ কেমন বা’র্তা দিলো আবহাওয়া দপ্তর! তাপমাত্রা ক’ম’বে না গরম বা’ড়’বে?

এবার যেন তার বাড়ি ফেরার পালা, তাই বাংলা শীত পিপাসু মানুষদের জন্য খুবই খারাপ একটা খবর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীতের বিদায় নেওয়ার সময় এসে গেছে, তবে দু-একবার হয়তো পিছু ফিরে তাকাতে পারে শীত। আর সেই কারণেই আগামী দু-এক দিন শীতের আমেজ বজায় থাকতে পারে রাজ্যে।

কিন্তু তার পর থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে নিয়মিত এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে বলা যেতেই পারে এই বছরের মতো শীতের আমেজ শেষ হতে চলেছে, আসতে চলেছে কোকিলের কুহুতান ও বসন্তের পাতাঝরা মরশুম। দিনে গরম ও রাতে ঠান্ডা।

আরো পড়ুন: কি খবর পেট্রোল ও ডিজেলের? জ্বালানির দ’র কি বা’ড়’বে না’কি?

আবহাওয়া দপ্তর সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্রই ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে, সেই কারণেই শীত শীত অনুভুতি হবে রাজ্যবাসীর। তবে আগামী সপ্তাহের শেষের দিকেই পুরোপুরিভাবে শীত বিদায় নেবে রাজ্য থেকে। বলা যেতে পারে সেই কারণেই, লেপ কম্বল সোয়েটার, এইসবের পাঠ চুকে যাবে এভাবেই মতো।

এই বছরের শীতে বেশিরভাগ হানা দিয়েছে পশ্চিমী ঝঞ্জা, আর সেই কারণেই সমতল ভূমিতে তেমনভাবে শীত পিপাসু মানুষ শীতের আমেজ উপভোগ করতে পারেনি। তবে বহু বছর পর পাহাড়ে তুষারপাত চোখে পড়েছে। আর সেই কারণেই পর্যটকদের মনে দারুণ উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: লতা মঙ্গেশকর কেন বি’য়ে করেননি? কারণ ব্য’ক্ত করলেন বোন

শীত এখন শেষের দিকে, তাই বলে পশ্চিমী ঝঞ্জা কিন্তু পিছু ছাড়ে নি এখনো। সেই কারণে গতকাল শুক্রবার দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ের বিভিন্ন অংশে তুষারপাত হয়েছে। সমতল ভূমিতে ঝলমলে আকাশ থাকলেও পাহাড়ে কিন্তু সাদা বরফের ঢেকে গেছে চারপাশ। এই ধরনের প্রকৃতির বৈচিত্র দেখে মুগ্ধ হয়েছে সকলে। তবে বাড়িতে ফিরতে হবে, তারই প্রস্তুতি করছে এবার শীত স্বয়ং।