সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি খবর পেট্রোল ও ডিজেলের? জ্বালানির দ’র কি বা’ড়’বে না’কি?

আজ রবিবার সকালে দেশের বিভিন্ন তেল সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন ঘটিয়েছে।গত কয়েক মাস থেকে অপরিবর্তিত রাখা হয়েছিল এই পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু হঠাৎ করেই আজ সেই পরিবর্তন ঘটানো হয়েছে। তাহলে কি ফের বৃদ্ধি পেল জ্বালানি? এটাই এবার দেখার বিষয়।

জানা যাচ্ছে সৌদি আরামকো তাদের ক্রুড অয়েল বিক্রিমূল্য সম্প্রতি বাড়িয়ে দিয়েছে এশিয়ার জন্য। লক্ষ্য করা যাচ্ছে,পৃথিবীর বিখ্যাত তেল রপ্তানি কারী সংস্থা গুলির মধ্যে এই সৌদি আরামকো , এশিয়ার গ্রাহকদের জন্য প্রতি ব্যারেলে ফ্লাইট এর টিকিট মূল্য বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন: লতা মঙ্গেশকর কেন বি’য়ে করেননি? কারণ ব্য’ক্ত করলেন বোন

যার কারণে সরাসরি দেশের জ্বালানির ওপর তার প্রভাব পড়ছে। এই নিয়ে অবশ্য বিশেষজ্ঞরা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তারা বলেছিলেন ফেব্রুয়ারি তুলনায় মার্চে ক্রুড অয়েল এর মূল্য বৃদ্ধি করতে পারে তেল রপ্তানিকারক সংস্থা গুলি।

আর ঠিক সেই কারণেই আজ রবিবার, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে , দেশের ৬টি জায়গায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে।আগ্রা, ভুবেনেশ্বর,  চণ্ডীগড়, আমেদাবাদে সহ ৬টি শহরে  পেট্রোল এবং ডিজেলের মূল্য পরিবর্তন করা হয়েছে।

আরো পড়ুন: কেনো জলদস্যুদের এক চো’খ সবসময় বাঁ’ধা থাকে কা’লো কাপড়ে? কারণ জা’ন’লে অ’বা’ক হতে হবে

চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা,মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা,কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা,দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।