সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বীজগণিত জীবনে কোন কা’জে লাগে? কেন এ’তো মাথাব্যথা অ’ঙ্ক নিয়ে? প্রশ্ন করতেই ট্রো’লে’র শিকার জাহ্নবী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী ও জনপ্রিয় পরিচালক বনি কাপুরের দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। স্টার কিড হওয়ার সুবাদে ইতিমধ্যে অভিনয় জগতে জায়গা করে নিয়েছেন জাহ্নবী।সোশ্যাল মিডিয়াতেও ইনি বেশ অ্যাক্টিভ। বলিউডে এখন একগুচ্ছ সিনেমার কন্ট্র্যাক্ট পেপার সাইন করেছেন তিনি।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। এই অভিনেত্রী র পছন্দের তালিকায় রয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, শপিং করা, পার্টি করা। কিন্তু পড়াশোনা করতে একেবারে না পসন্দ তাঁর। আর অঙ্কের থেকে তো শত হস্ত দূরে থাকতে পারলে ভালো হয়।

তবে একথা তাঁর অনুরাগীরা আগে জানত না, সম্প্রতি জাহ্নবী নিজেই সেই গোপন তথ্য নেট দুনিয়ায় ফাঁস করেছেন। স্কুলজীবনে অনেক পড়ুয়াই গণিত বিষয় টিকে যমের মতো ভয় পায়। আর গণিতের মধ্যে সবথেকে চিন্তার দুটি বিষয় হল পাটিগণিত, বীজগণিত।

আরো পড়ুন: একসময় নিজেকে শে’ষ করে দি’তে চেয়েছিলাম: মিঠুন চক্রবর্তী

এই অঙ্ক-ভীতি প্রসঙ্গে শ্রীদেবী কন্যা জাহ্নবীর এক সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যার কারণে তিনি আজ চরম ট্রোলিং-এর শিকার। তাঁর মতে, অঙ্ক মানুষের উন্নতিকে মন্থর করে দেয়। সেই সাথে তিনি আবার তাঁর পছন্দের বিষয় ইতিহাস, সাহিত্যের হয়েও নিজের মতামত ব্যক্ত করেন।

ভিডিওতে অভিনেত্রী বলেছেন, “স্কুলজীবনে আমি শুধু ইতিহাস, সাহিত্য পড়তেই ভালোবাসতাম। আর এই দুটো বিষয়ে খুব ভালো নম্বর পেতাম। তবে একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকত না, আর আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে বীজগণিত আমার কোন কাজে লাগল? আর কেনই বা বীজগণিত নিয়ে স্কুলে এত মাথাব্যথা করলাম? তবে ইতিহাস, সাহিত্য মানুষকে আরও সংস্কৃতিবাণ করে তোলে। আর গণিত মানুষের জীবনের উন্নতিকে ক্রমশ মন্থর করে দেয়।”

 

View this post on Instagram

 

A post shared by Philmy (@philmyyy)


তবে বলিউড নায়িকার বলা শেষ লাইনটা একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের। আর তাতেই চরম ট্রোলড হয়েছেন জাহ্নবী। তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষ, সমালোচনার ঝড় উঠেছে। আর বলা বাহুল্য, বিজ্ঞানের ছাত্ররা একেবারে তুলোধনা করে ফেলেছেন জাহ্নবীকে। একপক্ষ তো তাঁকে এমনই প্রশ্নই করেছেন, “পড়াশোনা কি শিখেছেন?” কারও বা মন্তব্য, “বেশি কথা বলার আর কি দরকার! বলিউড তারকাদের রেজাল্ট দেখলেই বোঝা যায় অঙ্কে কেন এত অনীহা!”