সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এরাজ্যে ও’মি’ক্র’ন ঢুকলে কি ল’ক’ডা’উ’ন?

ওমিক্রনের হানায় তটস্থ দেশ। এদিকে দেশে করোনার নতুন সংক্রমণ ধরা পড়তে না পড়তেই রাজ্য পাল্লা দিয়ে বাড়তে লাগলো করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমান পরিস্থিতিতে আগেভাগেই সতর্ক হতে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। গত দুই সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এতে প্রশাসনের স্বস্তি উড়েছে।

কেন্দ্রের তরফ থেকে এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের তরফ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অবিলম্বে করোনা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

দেশের একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাই কেন্দ্রীয় সরকার সতর্ক করেছেন। কেন্দ্রের তরফ থেকে রাজ্যের জন্য সতর্কবার্তা এবং নির্দেশ দেওয়া হলো। স্বাস্থ্য মহলের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে ওমিক্রন ঢুকলেই লকডাউন চালুর পথে হাঁটতে পারে রাজ্য সরকার।