সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নারী-পুরুষ উভ’য়ে’র শ’রী’রে’র সবথেকে নোং’রা অংশ কোনটি?

নিজেকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সাবান শ্যাম্পু ব্যবহার করে থাকি আমরা। প্রতিদিন স্নান করা মানেই নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কিন্তু জানেন কি নিয়মিত স্নান করলেও শরীরের এক অংশ কিছুতেই পরিষ্কার হয় না।। আমাদের শরীরে রয়েছে এমন কিছু অত্যন্ত নোংরা স্থান যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তবে আমাদের শরীরের কোন গোপনাঙ্গ নয় বরং এই নোংরা স্থানটি হলো নাভি। নাভির চারিদিকে জমে থাকে প্রচুর ময়লা।

অনেকেই খেয়াল করেও দেখেন না। বিজ্ঞানীদের মতে নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে যখন মায়ের নারী থেকে ছিন্ন করা হয় তখনই ওই ক্ষত হয়ে যায় শরীরে। নাভি কুণ্ডলী ভেতরের দিকে থাকে। খুব অল্প মানুষের নাভি বাইরের দিকে বের করা। আবার বিভিন্ন মডেল ও অভিনেত্রীরা নিজেদের নাভি প্লাস্টিক সার্জারি করে থাকেন।

এর মাধ্যমে নাভি কুণ্ডলী আরো সুন্দর হয়ে ওঠে। একটি গবেষণায় প্রমাণিত নাভিতে থাকে ৭০ রকমের ব্যাকটেরিয়া। কিন্তু কিভাবে ব্যাকটেরিয়া জন্মায় এখানে? আসলে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন পোশাক পরি। আর সেই পোশাক থেকেই নোংরা জমে যায়। পরিষ্কার না করলে দুর্গন্ধ সৃষ্টি হয়।

আরো খবর: এই কথাগুলো কখনো নিজের স্ত্রীকে বলবেন না, না হ’লে পস্তাতে হ’বে

যাদের শরীরে মেদ রয়েছে তাদের নাভিতে বেশি নোংরা জমার আশঙ্কা থাকে।বিশেষত মায়েদের নাভি কুণ্ডলী পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কারণ এর ফলে নবজাতকের সংক্রমণ দেখা দিতে পারে। তাই নিয়মিত অন্যান্য অঙ্গের মতো সাবান জল বা শ্যাম্পু দিয়ে নাভি পরিষ্কার করা উচিত। এছাড়া নাভি পরিষ্কার করার জন্য বিভিন্ন লিকুইড পাওয়া যায়।