Home অফবিট বিড়াল রাস্তা কা’ট’লে কি দাঁ’ড়ি’য়ে পড়েন? এটি কি ঠিক না ভুল?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিড়াল রাস্তা কা’ট’লে কি দাঁ’ড়ি’য়ে পড়েন? এটি কি ঠিক না ভুল?

কিছু এমন মানুষ রয়েছে যাদের মধ্যে একটু লক্ষ্য করলেই দেখা যাবে শিক্ষিত হয়েও মনের ভিতর এক রাশ কুসংস্কার। বিশেষ করে রাস্তায় লক্ষ্য করা যায় একটা বিড়াল যদি রাস্তা পারাপার হয় সেই সময় অনেক মানুষ থমকে দাড়িয়ে যায় সেই মুহূর্তেই রাস্তা পার হয়না। অনেক সময় অনেক গাড়ি চালককেও দাঁড়িয়ে যেতে দেখা যায় এই একই কারণে।

আর এর পেছনের প্রচলিত একটি কারণ হল মানুষ বিড়ালের পথ কাটাকে অশুভ বলে মনে করেন। তাই কিছুটা সময় দাঁড়িয়ে তারপর যান। অথচ জানলে অবাক হবেন এই বিড়ালকেই বিশ্বের কিছু দেশে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাঁদের কাছে বিড়াল শুভ। তাই সেখানে অনেকেই বাড়িতে বিড়াল রাখেন।

বাড়ির সদস্যের মতোই তাদের নিয়ে থাকেন। মূলত এটি একটা কুসংস্কারে দাঁড়িয়ে গেলেও বিড়াল যাওয়ার পথে দাঁড়িয়ে পরার একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। যেটা আজ ভুলে গিয়ে সবাই কুসংস্কার টাকে নিয়েই মাতামাতি করেন। প্রাচীনকালে, এটি বিশ্বাস করা হত যে বাড়িতে একটি বিড়ালের আগমন থেকে নেতিবাচক শক্তি আসে।

বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুর বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে বলেও বিশ্বাস।

আরো খবর: ভু’ল করেও এই নদীর জল কেউ ছুঁ’য়ে দেখেন না, দেশের “অভিশপ্ত” নদীর ইতিহাস জানুন

কিন্তু বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে। আসলে বিড়াল ইঁদুর-সহ অনেক পোকামাকড় খায়, যার কারণে তার বাড়িতে এসে এখানে-সেখানে ঘোরাফেরা করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই মানুষ বিড়াল থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করে।

এছাড়াও প্লেগ মহামারী এড়াতে একটা সময় বিড়াল রাস্তা পার হওয়ার সময় সেই পথে চলাচল বন্ধ করার নিয়ম চালু হয়েছিল। আসলে বিড়াল ইঁদুর খায় এবং ইঁদুরের মাধ্যমে যেহেতু প্লেগ রোগ ছড়ায়। এমন পরিস্থিতিতে যেখানে বিড়াল থাকবে সেখানে প্লেগ ছড়ানোর আশঙ্কা থেকেই বলা হয়েছিল যে যেখানে বিড়াল আছে সেখানে যাওয়া আপাতত এড়িয়ে চলতে হবে।

বা গ্রামের দিকে আগে যখন পথে লাইট জ্বলত না তখন কোনো পশু গেলে দাঁড়িয়ে যাওয়া হতো যাতে সে নিরাপদে রাস্তা পার হতে পারে। কিন্তু মানুষ এই বিষয় গুলো থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে এখন এটা ভেবে দাঁড়িয়ে যায় যে বিড়াল রাস্তা পার হওয়ার সময় পার হলে দুর্ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু সঠিক নয়।