সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডবল ইঞ্জিনের সরকারের অ’র্থ কি? শুধুই কি ঘু’ষ দি’য়ে চাকরি পাওয়া?, গোয়াতে গি’য়ে প্র’শ্ন অভিষেকের

গোয়ার নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচার চালানোর উদ্দেশ্যে সেখানে গিয়েছেন। অভিষেক সেখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে জোর প্রচার চালাচ্ছেন। সম্প্রতি প্রচার চালাতে গিয়ে তিনি বিজেপির উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন যেদিন বিজেপি প্রমাণ করতে পারবে তাদের জনকল্যাণমূলক প্রকল্প বাংলার থেকেও ভালো, তিনি সেদিন রাজনীতি ছেড়ে দেবেন।

গোয়ার নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচার চালানোর উদ্দেশ্যে সেখানে গিয়েছেন। অভিষেক সেখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে জোর প্রচার চালাচ্ছেন। সম্প্রতি প্রচার চালাতে গিয়ে তিনি বিজেপির উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন যেদিন বিজেপি প্রমাণ করতে পারবে তাদের জনকল্যাণমূলক প্রকল্প বাংলার থেকেও ভালো, তিনি সেদিন রাজনীতি ছেড়ে দেবেন। কেন্দ্র এবং রাজ্য উভয়কে নিজের নিশানায় বিদ্ধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে।

তিনি প্রশ্ন তুলেছেন, গোয়াতে ডবল ইঞ্জিন সরকার মানে কি সেখানে বসবাসকারী যুবককে চাকরি পাওয়ার জন্য কুড়ি লক্ষ টাকার ঘুষ দিতে হবে? বিজেপি এবং কংগ্রেসকে কটাক্ষ করে তিনি গোয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন বিজেপি এবং কংগ্রেস গোয়ার মানুষদের ভোট, বিশ্বাস, ভালোবাসা, আশীর্বাদ ও সম্মান মাত্র কুড়ি হাজার টাকায় বিক্রি করে দিচ্ছে!

আরো পড়ুন: ট্রান্সপারেন্ট পোশাকে সু’পা’র হ’ট মধুমিতা, চোখের ই’শা’রা’য় কুপোকাত নে’ট নাগরিকরা

গোয়াবাসীকে উদ্দেশ্য করে অভিষেক বলেছেন, যারা বিশ্বাসঘাতকতা করছে তাদের ভোট না দিয়ে তৃণমুলকেই সব ভোট দিতে। প্রসঙ্গত উল্লেখ্য, গোয়াতে আগামী 14 ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হতে চলেছে। একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তৃণমূল এবার জাতীয় স্তরের রাজনীতিতে নাম লিখিয়েছে। তাই পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এখন নজরে রয়েছে তৃণমূলের।